বাংলার রূপ ডেস্ক: রিলের নেশা সর্বনাশা! প্রেমিকের সঙ্গে রিল শুটে মজেছিলেন যুবতী। স্বামীর নিষেধাজ্ঞা বারবার উড়িয়ে দিয়েছেন। অবশেষে রাগের মাথায় স্বামীকেই নৃশংসভাবে খুন করলেন। গলায় ওড়না পেঁচিয়ে, শ্বাসরোধ করে স্বামীকে খুন করলেন এক জনপ্রিয় ইউটিউবার। খুনের পর প্রেমিকের সঙ্গে মিলে দেহটি ফেলে আসেন নদর্মায়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে হরিয়ানার হিসারে। পুলিশ জানিয়েছে, ৩২ বছরের রবিনা ও সুরেশের আলাপ হয়েছিল ইনস্টাগ্রামে। এরপর প্রেমনগরে দু’জনে মিলে রিল, শর্ট ভিডিও শুট করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন। দ্রুত তাঁরা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠেন। গত দেড় বছরে তাঁদের একাধিক রিল ভিডিও ভাইরাল হয়েছে।
সোশ্যাল মিডিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি এবং সুরেশের সঙ্গে রিল শুটে বহুবার আপত্তি জানিয়েছিলেন রবিনার স্বামী প্রবীণ। বাধার জেরে তাঁদের মধ্যে অশান্তিও হত। তা সত্বেও সুরেশের সঙ্গে রিল শুট করতেন রবিনা।
গত ২৫ মার্চ রবিনা ও সুরেশকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিলেন প্রবীণ। সেসময়েই সুরেশের সঙ্গে মারপিট হয় প্রবীণের। উত্তেজনার মুহূর্তে প্রবীণের গলায় ওড়না পেঁচিয়ে খুন করেন রবিনা। মধ্যরাতে বাইকে করে তাঁর দেহ নিয়ে নর্দমায় ফেলে দেন স্ত্রী ও তাঁর প্রেমিক। পরিবার প্রবীণের খোঁজ করতেই রবিনা জানান, তিনি কিছুই জানেন না।
২৮ মার্চ প্রবীণের পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রবিনা ও সুরেশকে শনাক্ত করে তারা। দীর্ঘ জেরার পর দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তাঁরা জেল হেফাজতে রয়েছেন। ঘটনার তদন্ত জারি রয়েছে।
Leave a Reply