ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান মনির: ১৬ এপ্রিল বুধবার পাবনা জেলার শরৎ নগর বাজারে বেইলি ব্রিজের পূর্ব পাশে ডাকবাংলা মোড়ে দেখা যায় এক চপ বিক্রেতার দোকানে উপচে পড়া ভিড়।
কাছে গিয়ে দেখা যায় স্কুল কলেজের ছেলে-মেয়ে থেকে শুরু করে সব বয়সের লোকজন তার দোকানে সুস্বাদু সব চপ কিনে খাচ্ছে।
চপ বিক্রেতা মমিনুল ইসলাম এর সাথে কথা বলে জানা যায়, তার বাড়ি পৌর শহরের কলেজ পড়ায়। মমিনুলের দুই ছেলে। ছোট ছেলে মাদ্রাসায় পড়ালেখা করে আর বড় ছেলে তার বাবার সাথে ব্যবসায় সহযোগিতা করে। বিশাল একটা ছাতার নিচে দোকান সাজিয়ে দুই বাপ বেটা বিভিন্ন ধরনের চপ বানিয়ে বিক্রি করে। গরম গরম চপগুলো বিক্রি ও হয় খুব। মূলত সে চপ বিক্রি করেই সংসার চালায়।
সে বিভিন্ন ধরনের সুস্বাদু চপ তৈরি করে। যেমন ডিম দিয়ে ডিমের চপ, চিংড়ি মাছের চপ, রসুনের চপ, চিকেন চপ, ড্রাইব্রেড চপ প্রভৃতি।
উক্ত চপগুলোর দামও সাধ্যের মধ্যে।
১০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত। সদা হাস্যজ্জল এই মমিনুল সবার সাথে হাসিমুখে কথা বলে। তাই তার বেচা বিক্রি ও খুব হয়। সব খরচ বাদে প্রতিদিন তার আয় হয় ৫০০ শত৭০০শত এমনকি ১০০০ টাকা পর্যন্ত।
সে আল্লাহর শুকরিয়া আদায় করে বলে। এই আয় থেকে আমি আমার সংসার সুন্দর ভাবে চালাতে পারি।
এখন আমার ছেলেটাকে মানুষের মত মানুষ করাই একমাত্র লক্ষ্য।
Leave a Reply