পিরোজপুর জেলা প্রতিনিধি: যারা স্মানী ও অবদান রাখা লোকদের সম্মান, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা না জানিয়ে বরং হিংসাত্মক মনোভাব দেখায় তারা অকৃতজ্ঞ হিংসুটে অমানবিক, তাদের পরিনতি হয় আল্লাহ প্রদত্ত। কাউকে ছোট করে অসম্মানি করে নিজে বড় হলে বা হতে চাইলে সেটা হয় বেইমানি। তবে বেইমানিই মনে হয় বাংলাদেশের রাজনীতির প্রধান চাবিকাঠির একটি। ইতিহাস বলে সকল রাজনৈতিদ দল/ গোষ্ঠী / রাষ্ট্র / সমাজ ধ্বংস হয়েছে নিজেদের মাঝের কোনো না কোনো মীরজাফরদের ভুমিকায়। বর্তমান জামানায় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বেশি পরিলক্ষিত হয়- হিংসা, প্রতিহিংসা, বিশৃঙ্খলা, অরাজকতা, হানাহানি, মারামারি, ক্ষমতার অপব্যবহার, একে অন্যের গীবত করা, মিথ্যা নাটক সাজানো, একে অন্যের প্রতি সহনশীল না হয়ে কষ্ট দেওয়া, ক্ষমতা বা চেয়ার পাওয়ার আশায় অনৈতিক অন্যায় অমানবিক কাজে সম্পৃক্ত হওয়া, নেতা বনে গেলে অহংকারী ভাব হওয়া, আইন প্রশাসন তোয়াক্কা না করা, মুখে নানান নীতিকথার বুলি মারা তবে অন্তরে আর এক রকম চিন্তা চেতনা ধারন করা এটা মোনাফেক বা বেইমানের কাজ। এগুলো ছাড়া কি আমার দেশের কোনো রাজনৈতিক দল বা সরকার পরিচালিত হয় বা সম্ভব ??? প্রশ্ন রেখে গেলাম। আসোলে রাজনীতিটাকে আমি এসব কারনেই মন থেকে ঘৃনা করি, তবে রাজনীতিতে কিছু ভাল মানুষ/ নেতাও রয়েছে। যারা চায় এসব পাপাচার ছাড়া দেশ ও জাতীকে বাঁচাতে। দেশ ও দশের স্বার্থে সকল নৈতিক মানুষদের নিয়ে একতাবদ্ধ ভাবে সংগঠিত হয়ে জাতিকে একটু শান্তিতে ঘুমাতে দিতে, তবুও বার বার তারা আঘাত পায়, গন্তব্যের সীমানা ভেদ করে এগিয়ে আসে কিছু হায়নার দল। যারা দেশটাকে দলবদ্ধ ভাকে চিবিয়ে খাওয়ার পায়তারা করেই চলছে। প্রতিহিংসা পরায়ন না হয়ে আসুন রাজনৈতিক প্লাটফর্মকে পাপমুক্ত করি, সচ্ছতা রক্ষা করে সকল কর্মকান্ডে জবাবদিহিতা নিশ্চিত করি। দেশ ও দশের স্বার্থ / উন্নয়নের কথা শুধু মুখে না বলে অন্তর থেকে সকল কলুষতা দুর করে দেশ ও দশের স্বার্থ সঠিকভাবে বাস্তবায়ন করি। জাতিকে কলঙ্কমুক্ত করা, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও রাস্ট্রের অর্থনৈতিক চাকা সচল রেখে সমাজে শান্তি ফিরিয়ে আনাই রাজনৈতিক দল ও নেতাদের প্রধান কাজ। প্রয়োজনে রাস্ট্র বিজ্ঞান ও রাজনিতীর পরিচয়ের বিষয়ে সম্ম্যখ ধারণা নিন। আপনার জীবনধারার পথচলা হোক মানুষের হৃদয়ে স্থান করে নেওয়ার মতো মানবিক, সচ্ছতায় ভরপুর। যাতে পরকালেও একটু শান্তি পান। দুদিনের দুনিয়ায় নয় ক্ষমতা রাখুন প্রিয় নবি ও মহান আল্লাহর প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ (সঃ) এর সুপারিশের। শুভকামনা রইলো সকল রাজনৈতিক দল ও নেতাদের জন্য। জয় হোক মানবতার, জয় হোক সচ্ছতা ও সততার।
লেখনীতেঃ সাংবাদিক ও সমসাময়িক লেখক, সোহেল রায়হান
Leave a Reply