আব্দুর রউফ / স্টাফ রিপোর্টার: আত্রাই নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার কারনে নওগাঁর মান্দা উপজেলা’র তালপাতিলা এলাকায় বেড়িবাঁধের ভেঙে গেছে প্রায় ২৫০ পরিবার পানি বন্ধি হয়ে পড়ে । শনিবার ভোররাতে হঠাৎ করে বেড়িবাঁধটি ভেঙে পড়ায় তালপাতিলা ও উত্তর চকরামপুর গ্রামের অন্তত ২৫০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন।
বেড়িবাঁধ ভেঙে পড়ার ফলে প্রায় ৫০ একর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।
একইসঙ্গে ভেসে গেছে বেশকিছু পুকুরের মাছ।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে নদীর পানি বাড়তে থাকায় রাত জেগে বেড়ি-বাঁধ পাহারা দিচ্ছিলেন তারা।
ভোররাতে পাহারারত লোকজন চলে যাওয়ার পর বাঁধের একস্থানে লিকেজ দেখা দেয়। খবর পেয়ে এলাকাবাসী তা মেরামতের চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত বাঁধটি রক্ষা করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের ইউ,পি আমির আতাউল হক বলেন, গত ২০২৩ সালের বন্যায় এই স্থানে বেড়িবাঁধটি ভেঙে গিয়েছিল।
এরপর দীর্ঘদিন মেরামতের কোনো উদ্যোগ না নেওয়ায় এটি খোলা অবস্থায় ছিল। দেড় মাস আগে বাঁধটি সাময়িকভাবে মেরামত করা হয়।
কিন্তু এবার নদীর পানি বিপদ সিমার উপর দিয়ে বেড়ে যাওয়ায় আবারও তা ভেঙে পড়ে।
তিনি আরও বলেন,
বাঁধ মেরামতের পর অত্র এলাকা বাসি জমিতে আমন ধান রোপণ করেছিল। এছাড়াও অনেকেই পুকুরে মাছ চাষ করছিলেন।
এখন সব-ই পানির নিচে তলিয়ে গেড। বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।’
এদিকে মান্দা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকা পরিদর্শন করা হয়েছে।
আজ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বেড়িবাঁধের ভাঙ্গন স্থানসহ আশপাশের এলাক ঘুরে দেখেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ইমরান হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইউএনও আখতার জাহান সাথী বলেন,
বেড়িবাঁধ ভাঙ্গনের খবরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
অতি দ্রুত সময়ের মধ্যে বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, দুর্গত কয়লাবাড়ি গ্রামের ২২টি পরিবারকে তাৎক্ষণিক খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আত্রাই নদীর পানি ধীরে ধীরে কমছে।
শনিবার বিকেল ৩টায় জোতবাজার পয়েন্টে পানি রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪২ মিটার, যা বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপরে রয়েছে।
Leave a Reply