সংবাদদাতা: ফটিকছড়ি পৌরসভা(৪নং ওয়ার্ডের) মরহুম ইউছুফ আলী চৌধুরী বাড়ির নিবাসী বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিক এম জুনায়েতের শ্রদ্ধেয়া আম্মাজান খাদিজা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ৩ আগষ্ট(রবিবার) ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামী এক শোকবার্তা জ্ঞাপন করেন।
শোক বার্তায় ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজিম উদ্দীন ইমু ও উপজেলা সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তারা বলেন মরহুমা একজন ধর্মপ্রাণ, পর্দাশীল নেককার মা ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন মহিয়সী মা কে হারাল। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এই দোয়া করছি।
ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামির অন্যান্য নেতৃবৃন্দও শোক প্রকাশ করেছেন এবং মরহুমার শোকাহত পরিবার-পরিজনের ধৈর্য ও শান্তি কামনা করেছেন।
Leave a Reply