মোঃ সাজাহান আলী: সাম্প্রতিক সময়ে কুমারখালী ও খোকসা এলাকায় আলহাজ্ব আনোয়ার খাঁন এর নামাঙ্কিত বিশাল ব্যানার ও ইউনিক ডিজাইনের গেঞ্জি ছড়িয়ে পড়েছে সর্বত্র, যা সৃষ্টি করেছে ব্যাপক উৎসাহ ও আগ্রহ!
গেঞ্জির ডিজাইন শুধু পোশাক নয়, এটা এক ভালোবাসার প্রতীক — মানুষের অন্তরে জায়গা করে নেওয়া সেই নেতার প্রতি সম্মান ও আশা প্রকাশের প্রতিফলন। জানিয়েছেন আলহাজ্ব মোঃ আনোয়ার খাঁন।
ব্যানারগুলো শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং জনগণের প্রত্যাশার মুখপাত্র হয়ে উঠেছে।
পথচারীদের চোখে পড়ে প্রতিটি মোড়ে, প্রতিটি বাজারে — আসছে আনোয়ার খান — উন্নয়নের অঙ্গীকার নিয়ে!
সাধারণ মানুষের মুখে মুখে একটাই নাম — আনোয়ার খান, তৃণমূলের ভালোবাসা ব্যানার ও গেঞ্জির মাধ্যমে যেন রাস্তায় নেমে এসেছে!
Leave a Reply