নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর আলা উদ্দিন সিকদার বলেছেন, “ইসলাম একটি মানবিক ধর্ম। এতে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য কল্যাণ রয়েছে। ইসলামের এই সার্বজনীন দাওয়াত সকলের কাছে পৌঁছে দিতে হবে।”
তিনি ১আগষ্ট(শুক্রবার) মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা জামায়াতের আমীর মোঃ নুরুল কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি আরও বলেন, “ইসলাম শুধু নামাজ-রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। সমাজে শান্তি ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শ অনুসরণই একমাত্র পথ।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক বোরহানউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার উল্লাহ আল মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা ইসলামী আন্দোলনের গুরুত্ব ও দাওয়াতি কাজের প্রসার বিষয়ে আলোচনা করেন এবং সমাজে নৈতিক ও আদর্শিক পরিবর্তনের জন্য সকলকে ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
Leave a Reply