নিজস্ব প্রতিবেদক: ফটিকছড়ি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দৈনিক পূর্বকোণের ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি এস এম মোরশেদ মুন্না।
শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়াম (জহুরুল হক হলে) অনুষ্ঠিত প্রেসক্লাবের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়। এর আগে তিনি ক্লাবের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
গত ৩০ জুলাই বুধবার রাতে প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুহাম্মদ মাসুদের মৃত্যুতে সভাপতির পদটি শূন্য হয়। সংগঠনের গঠনতান্ত্রিক বিধি অনুসারে তার স্থলাভিষিক্ত হিসেবে সিনিয়র সহ-সভাপতি মোরশেদ মুন্নাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।
Leave a Reply