মীর হোসেন মোল্লা: মামলার এজাহার ও গ্রেফতারকৃত আসামীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৩০ জুলাই রাতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন কালশী মোড়. ইসিবি চত্তর গামী যাত্রী ছাউনীর নিচে ফাঁকা জায়গায় ৮/১০ জনের একটি ডাকাত দল ডাকাতি করার প্রস্তুতি নিয়ে একত্রিত হয়েছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে র্যাব- ৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে হাজির হয়ে ডাকাত দলকে গ্রেফতার করে। এসময় অজ্ঞাতনামা ৫/৬ জন ডাকাত পালিয়ে যায়। উক্ত আসামীদের গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ১টি সুইচ গয়ারের চাকু, ১টি কাঠের বাটযুক্ত চাপাতি, ১টি তালা কাটার যন্ত্র, ১টি লোহার তৈরী হাসুয়া, ১টি কাঠের বাটযুক্ত দা, ১টি প্লাস্টিকের বাটযুক্ত চাকু , ১টি ইলেক্ট্রিক শক মেশিন ও ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞসাবাদে জানা যায় যে , মোঃ সোহাগ (৩০) এর নেতৃত্বে পল্লবী থানাধীন ইসিবি চত্তরগামী যাত্রী ছাউনীর নিজে ফাঁকা জায়গায় ডাকাতি করার জন্য সকলে একত্রিত হয়। ডাকাত দলের মূল হোতা সোহাগ এর বিরুদ্ধে পল্লবী থানায় একাধিক মামলা চলমান আছে। সূত্র: নতুন বার্তা।
Leave a Reply