মোসা: রিমি ইসলাম/রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের গন্ডাদুলা গ্রামে গৃহবধূ জুলেখা বেগম (৩৫) বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী বশার দফাদার ও তার দ্বিতীয় স্ত্রী কেয়া মনিকে পুলিশ গ্রেফতার করেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৭ বছর আগে বশার দফাদারের সঙ্গে জুলেখার বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। দীর্ঘ দাম্পত্য জীবনের পর এক বছর আগে গোপনে কেয়া মনিকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন বশার। সেই থেকে জুলেখার ওপর নেমে আসে শারীরিক ও মানসিক নির্যাতন।
বুধবার সকালে ধান নেওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী বশার ও দ্বিতীয় স্ত্রী কেয়া মনি মিলে জুলেখার সঙ্গে তীব্র ঝগড়ায় জড়িয়ে পড়েন। তারা জুলেখাকে অপমান করে বলেন, ‘এতো কষ্ট করে বাঁচার দরকার নেই’। অপমান সহ্য করতে না পেরে জুলেখা নিজ ঘরে গিয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পথেই, কোরালিয়া স্পিডবোট ঘাটের কাছে পৌঁছার আগেই তার মৃত্যু হয়।
জুলেখার মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্হানীয়দের সহযোগিতার পুলিশ বশার দফাদার ও কেয়া মনিকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো: শামীম হাওলাদার জানান, আটককৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
জুলেখার পরিবার ও স্হানীয়রা এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বশার ও কেয়া মনি মিলে জুলেখার ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছিল। এ কারনে তিনি আত্মহত্যায় বাধ্য হন।
##
মোসা: রিমি ইসলাম
রাঙ্গাবালী পটুয়াখালী ( সংবাদদাতা )
মোবাইল ০১৬১১৮৮৪৩২৫
Leave a Reply