কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার টালিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে২৫ জুলাই শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়ে গেলো বহুল প্রতীক্ষিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল ফাইনাল টুর্নামেন্ট ২০২৫। জমজমাট এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছে নুরুন ৯ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ নেছার উদ্দিন নুহূ। খেলার শুভ উদ্বোধন করেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আ ক ম মোফাজ্জল হোসেন,
গাজী শাহ মোহ্ তাশেম আজমল (সোহেল),
মোঃ আরিফ মোল্লা,
এডঃ তাইজুল ইসলাম শামীম,
মোঃ ফজলুর রহমান আকন্দ,
মোঃ শাহ আলম প্রধান,
মোঃ আমজাদ হোসেন মোল্লা,
মোঃ ওমর আলী মোল্যা,
মোঃ মাহবুবুর রহমান এবাদুল্লাহ,
গাজী মোতাহার হোসেন কায়েস,
মোঃ হান্নান দেওয়ান।
উক্ত টুর্নামেন্টে খেলার মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড়দের পরিচয় পাওয়া যায় এবং যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সক্রিয় রাখার উদ্যোগ হিসেবে এটি ছিল অত্যন্ত প্রশংসনীয়। মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
আয়োজনটি শুধু একটি খেলার অনুষ্ঠান ছিল না, বরং এটি ছিল একটি উৎসব, একটি মিলনমেলা—যেখানে খেলাধুলার পাশাপাশি সৃষ্টি হয়েছে সামাজিক বন্ধনের এক অপূর্ব দৃষ্টান্ত।
Leave a Reply