রাজবাড়ী জেলা প্রতিনিধি/ছাব্বির হোসেন বাপ্পি: বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার উদ্দগে কর্মবিরতি করেন কর্মচারি রাজবাড়ী জেলা শাখার। কর্মবিরতি বক্তব্য রাখেন, সভাপতি আক্কাস আলী সাধারণ সম্পাদক তমল রাজবাড়ী কটের নাজির সমন,আতফ হোসেন ,আলমামুন,শামিন ও মহিলা কর্মকর্তা লায়লা সবাই একেই দাবি রাখেন বেতন ভাতা বারাতে হবে।
Leave a Reply