২৬ মার্চ ২০২৫ইং রোজঃ বুধবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবরের আলো পত্রিকায় প্রকাশিত “থানা সংলগ্ন থেকেও মাদক সম্রাজ্ঞী শাহাজাদী পুলিশের ধরাছোঁয়ার বাইরে” শিরোনামের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে আমাকে এবং আমার পরিবারের সদস্যদেরকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে। যাহা বাস্তবের সাথে কোন মিল নেই। দৈনিক খবরের আলো পত্রিকায় প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। আমার স্বামী মোঃ রনি একজন মুদী ব্যবসায়ী- অথচ তাকেও মাদক ব্যবসায়ী হিসেবে উক্ত সংবাদে উল্লেখ করা হয়েছে। মূলতঃ গত ২/৩ দিন পূর্বে একজন সাংবাদিক আমার স্বামীর ব্যবসায়িক প্রতিষ্ঠান মঈন উদ্দিন ষ্টোরে এসে, নিজেকে দৈনিক খবরের আলো পত্রিকার সাংবাদিক পরিচয় দেয়, আমার স্বামী তার সাথে সালাম বিনিময় করে তাকে দোকানে বসতে বললে, সে প্রতি উত্তরে আমার সাথে সাক্ষাৎ করতে বলে। একপর্যায়ে আমার স্বামী ওই সাংবাদিককে নিয়ে আমার বাসায় আসে- অতঃপর আমার সাথে পরিচয় করিয়ে দেয়। তার সাথে বিভিন্ন কথাবার্তা চলাকালে খবরের আলো পত্রিকার ওই সাংবাদিক আমাকে রাজনৈতিক নেত্রী হিসেবে উপাধি দিয়ে, ঈদের সম্মানির কথা উল্লেখ করে আমার কাছে কৌশলে চাঁদা দাবি করে। তার কথার প্রতি উত্তরে এই মূহুর্তে সম্মানি দেয়া আমার সামর্থের বাহিরে বলে আমি তার দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি প্রকাশ করি। সে ক্ষিপ্ত হয়ে চলে যায়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পল্লবী থানার সাবেক সদস্য পদে থেকে- দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করে আসছি। একটি মহল আমার রাজনৈতিক সুনাম নষ্ট করার জন্য এবং আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য- পত্রিকার সাংবাদিককে ব্যবহার করিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ পরিবেশন করাচ্ছে। আমি সাংবাদিকের দাবীকৃত চাঁদা প্রদান করিনি বলে, আমাকে মাদক ব্যবসায়ী বানিয়ে উক্ত পত্রিকার উদ্দেশ্য মূলক ভুল তথ্যের ভিত্তিতে, মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। স্বৈরাচার সরকারের শাসনামলে আমার বিরুদ্ধে যেসব সাংবাদিক মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালিয়েছিল, তারা এখনো আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করে আসছে। স্বৈরাচার সরকারের পুলিশ বাহিনী এবং কিছু নেতাকর্মী ও সাংবাদিক আমার বিরুদ্ধে তৎকালীন সময়ে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করে এসেছিল। তারা এখনো আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে। আমি উক্ত ভিত্তিহীন কাল্পনিক বানোয়াট সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মোসাঃ শাহজাদী বেগম, সাবেক সদস্য- পল্লবী থানা জাতীয়তাবাদী মহিলা দল, মিরপুর, ঢাকা। — বিজ্ঞাপন।
Leave a Reply