আমিও একদিন কর্মী ছিলাম রাজনৈতিক কর্মী-
নেতাদের নীতিবাচক কর্মে হয়েছি ব্যতিক্রম ধর্মী,
যা বলেছে তাই করেছি ভাবিনি আগে কি পিছে-
ভাবি এখন ন্যায়-নীতিতে করেছি যা সব মিছে !
শুনেছি তা; বলেছে যা আমায় প্রিয় নেতাগন-
ভাবি এখন অগোচরে সেসব…একাকী এখন,
বুঝিনি তখন কে আপন আদর্শে কে বা পর-
বুঝি এখন তা অভিজ্ঞতায় উপলদ্ধিতে মর্মর !
বলিনি কথা ইচ্ছা করেই কত ভিন্নমতাদর্শীর সাথে-
দেখেছি বলতে কথা নেতাদেরকে হাত রেখে হাতে,
বুঝিনি তখন কি অর্থে রাখতে হয় যে হাতে হাত-
এখন বুঝি সেদিনের কথা সম্প্রীতি ও সংঘাত !
দলের নীতি আদর্শ সমুন্নত রেখে রাজপথে-
চলতে বলতে হবে কথা যৌক্তিকতার সাথে,
গড়তে আধুনিক সোনার বাংলা মাতৃভূমি স্বদেশ-
দূর্নীতি প্রতিরোধ করে এগিয়ে নিতে লাগবে পরিবেশ।
দিতে নেতৃত্ব দেশ প্রেমে প্রতিবাদী রুপ ভাষায়-
হবেনা দূর্নীতি অনিয়ম আর কোন লোভ লালসায়,
বোঝাতে হবে সকল শ্রেনী পেশার নাগরিকদের-
দেশ প্রেমের চেয়ে কি আর কোন মহত্ব আছে ঢেড়!
দেশকে ভালোবাসা ফরজ এ কথা জেনে-
পড়তে হবে ঝাঁপিয়ে দেশের দ্বীপ্ত উন্নয়নে,
এগিয়ে যাবে দেশ মাতা সবার ভালোবাসায় ধন্য-
এখনো সুখে আছি বাংলা মায়ের ভালোবাসার জন্য !
দিতে নেতৃতৃ হতে চাই আদর্শিক একজন নেতা-
ছিলেন যেমন জননেতা ভাষানী বঙ্গবন্ধু জাতির পিতা,
হতে চাই জনসাধারনের প্রিয় একজন লোক-
গতিশীল রাজনীতিতে আছে মোর প্রবল ঝোক…! লেখকঃ এস এম মনিরুজ্জামান আকাশ, প্রভাষক- সমাজবিজ্ঞান বিভাগ,প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।
Leave a Reply