1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন

চৌদ্দগ্রামে ইসলামি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে- মহান ২১শে ফেব্রুয়ারী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫ বার

মীর হোসেন মোল্লাঃ মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সারা দেশের ন্যায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদ শুভপুর ইউনিয়নের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের উদ্দেশ্যে কুমিল্লা, চৌদ্দগ্রাম, কাদৈর বাজার প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে যাথাযথ মর্যাদায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতি মাওলানা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মোদাচ্ছের আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোঃ আবু নাছের, সহ- সভাপতি অধ্যক্ষ মোঃ ওমর ফারুক, শ্রমিক নেতা মোঃ জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন ফয়সাল, সহ-সাধারণ সম্পাদক মাওলানা নুর মোহাম্মদ, সহ-সাধারন সম্পাদক মাওলানা মোঃ জামাল হোসেন, ০১নং সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ মোঃ বেলাল হোসেন, ০৩নং সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ সাগর, অর্থ সম্পাদক মোঃ শফিউল বাশার, প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ নুরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার মোঃ জসিম উদ্দিন, দেশ ও দেশের বাহিরে থেকে অনলাইনে যুক্ত ছিলেন তথ্য ও মানবাধিকার কর্মী মোঃ মহিউদ্দিন আমিন, আইন বিষয়ক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রাকিব হাসান রুবেল, কর্মসংস্থাপন বিষয়ক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন সৈয়কত, শ্রমিক কল্যাণ সম্পাদক কবির আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে সাধারণ সম্পাদক বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান স্বাধীনতার সংগ্রাম ও ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগ্রামে যারা এ দেশের স্বার্থে জীবন উৎসর্গ করেছেন সেই সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের স্মরণে ইসলামি সমাজ কল্যান পরিষদ সবসময় কল্যাণমূখী কর্মসূচি পালন করে যাবে এবং শুভপুর ইউনিয়নকে একটি আধুনিক, কল্যাণমুখী ও ইসলামী সমাজ ব্যবস্থা বিনির্মাণে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ইসলামি সমাজ কল্যাণ পরিষদ সুন্দর সমাজ বিনির্মাণের লক্ষে নিরলসভাবে কাজ করে যাবে বলে তিনি জানান।
পরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। ইসলামি সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ২০২৫ ইং সালের একটি নান্দনিক ক্যালেন্ডার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews