মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস, ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) সহায়তায় এবং কিং আব্দুল্লাহ হিউম্যানেটারিয়ান ফাউন্ডেশনের অর্থায়নে “বাংলাদেশের ঢাকার মিরপুর, মোহাম্মাদপুর ও নীলফামারির সৈয়দপুরে অতি দরিদ্র বস্তিবাসীদের, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে সমন্বিত পুনর্বাসন কার্যক্রম” নামক পাঁচ (৫) বছর মেয়াদী প্রকল্প বাস্তবায়ন করছে।
প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মসূচির সম্প্রসারণের লক্ষ্যে মিরপুর থানা ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান/ওয়ার্কশপসমূহের নিকট হতে নিম্নলিখিত ট্রেডসমূহে আগ্রহী প্রতিষ্ঠান/ওয়ার্কশপের প্রতিনিধিগণকে আগামী ০২/০২/২০২৫ ইং তারিখ হতে অফিস সময়ে (সকাল ৯.০০ ঘটিকা হতে ৪.০০ ঘটিকা মধ্যে) ফর্ম গ্রহণ করে আগামী ০৬/০২/২০২৫ ইং তারিখ বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে নিম্নলিখিত ঠিকানায় ফর্মসহ প্রয়োজনীয় ডকুমেন্টস দাখিল করার জন্য আহ্বান করা যাচ্ছে।
এ পর্যায়ে নির্বাচিত প্রতিষ্ঠানের সাথে একটি দীর্ঘমেয়াদি চুক্তি সম্পন্ন হবে। চুক্তির মেয়াদকাল ৮ মাস (৪ দফায়)।
কোর্সসমূহঃ
১. ড্রেস মেকিং ও ট্রেইলরিং
২. রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনিং
৩. কম্পিউটার অপারেশন
৪. ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন অপারেশন
৫. মোটর সাইকেল সার্ভিসিং
৬. মোবাইল ফোন সার্ভিসিং
আগ্রহ পত্র দাখিলের সংযুক্তি পত্র প্রযোজ্য:
• সাক্ষরিত ফর্ম/কোটেশনের জন্য আহবান পত্র (নিম্নলিখিত ঠিকানা হতে সংগ্রহ করতে হবে)
• কোটেশন বা দরপত্র
• ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, বিন ও ব্যবসায়িক ব্যাংক একাউন্ট
• প্রতিষ্ঠান/ওয়ার্কশপের বিলবোর্ডসহ একটি ছবি
মো: আরিফুল ইসলাম, ০১৮৬০-৩২৪৯০৫
মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজি
ঠিকানাঃ ব্লক: ই, বাউনিয়াবাঁধ(ঈদগাহ মাঠ সংলগ্ন) মিরপুর ১১, ঢাকা।
Leave a Reply