স্টাফ রিপোর্টারঃ গত ৬ জানুয়ারি ২০২৫ ইং (সোমবার) বিকেলে হিউম্যান রাইটস (মানবাধিকার জোট) এর আয়োজনে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের সোনাবেরী রফিকুল ইসলামের সুযোগ্য সন্তান তোফায়েল হোসেনকে মানবাধিকার জোটের সভাপতি পদে দায়িত্ব প্রদান করা হয়েছে এবং পরিকোট গ্রামের কৃতিসন্তান মরহুম আবদুর জব্বারের ছেলে মোঃ হেলাল মজুমদারকে মানবাধিকার জোটের সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
মানুষের জীবন, অধিকার, সমতা এবং মর্যাদাপূর্ণ জীবন যাপনের জন্য অত্যাবশ্যকীয় সুযোগ সুবিধাগুলিই মানবাধিকার। মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। এই অঙ্গিকার ব্যক্ত করে মানবাধিকার জোটের মহাসচিব মোঃ মিলন মল্লিক দায়িত্ব প্রদানকারী সকল নবীণদের প্রতি উদ্দেশ্য করে বলেন, মানবাধিকার জোট কোন দলের জন্য কাজ করতে আসি নাই, আমরা মনুষ্যত্বের জন্য কাজ করতে এসেছি। সমাজসেবা কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, ভালো কাজ করতে হলে নৈতিক জায়গায় আরো মনোযোগি হতে হবে। আত্মবিশ্লেষণ করতে হবে। নিয়মানুবর্তিতার বাইরে কেউ যাবেন না। নিয়মানুবর্তিতা লংঘন করলে আপনাদের কথা শুনবো না। রাষ্ট্র, সংবিধান, মন্ত্রণালয়ের বিধি-বিধানের কথা স্মরণ করিয়ে দিয়ে মহাসচিব বলেন, এখান থেকে শুরু করতে চাই, দুর্নীতিমুক্ত জায়গা তৈরী করতে চাই। উচ্ছঙ্খলতার শৃঙ্খল ভেঙ্গে শৃঙ্খল হতে হবে। সার্বিক উন্নয়নের জন্য পারস্পরিক বোঝাপড়া অবশ্যই জরুরী। পারস্পরিক বোঝাপড়া ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব না। নিজের প্রতি বিশ্বাস রাখুন। এই বিশ্বাস গড়ে তুলতে পারলে অনিশ্চয়তাকে অনেকাংশেই জয় করা সম্ভব। অন্যের ভালো কাজে অভিনন্দন জানান। তাদের প্রশংসা করুন। এতে করে আশেপাশের মানুষের মাঝে আপনার সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি হবে। আমরা সবার কথার প্রতিফলন দেখতে চাই। আপনি কি করছেন? কি ভাবছেন আপনার কর্মক্ষেত্রকে নিয়ে? সর্বোপরি ভালো কিছু করার চর্চা দেখতে চাই। দেশের কথা ভাবতে হবে। মেধার ভিত্তিতে সমাজকল্যাণ পরিচালিত হবে। মেধাকে আমরা পুঁজি করবো। সকলে মিলে সমাজ সংস্কার করতে হবে, নতুন সমাজ গড়তে হবে। এ কাজে আমাদের বুদ্ধিদীপ্ত তরুণদের কাজে লাগাতে হবে। মেধা, বিজ্ঞান ও যুক্তি, এতেই জাতির মুক্তি- এই প্রত্যয় নিয়ে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সমাজ ও দেশ গঠনে সকলকে একযোগে কাজ করতে হবে। আপনাদের সফলতা কামনা করছি।
Leave a Reply