নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরহাট পৌরসভা শাখার উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ই সেপ্টেম্বর(শুক্রবার)বিকেল সাড়ে ৩টায় নাজিরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ফটিকছড়ি উপজেলার আমির নাজিম উদ্দীন ইমো।
নাজিরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি বায়েজিদ হাসান মুরাদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি শামসুল আরেফিন আরিফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজ, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাঈল গণি সহ পৌরসভার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, নাজিরহাট পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্বের বিকল্প নেই। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে জামায়াতের প্রার্থীরাই আন্তরিকভাবে কাজ করবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, সমর্থক ও সুধীজন উপস্থিত ছিলেন। সভা শেষে আগত অতিথিরা পৌরসভা নির্বাচনে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply