আবদুর রউফ: আশুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আজরা জাবীন ও ইউপি সদস্য সচিব মতিউল আলমসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ঘুষ–দুর্নীতির সংবাদ প্রকাশ করায় জাতীয় দৈনিক খবরের আলো পত্রিকার প্রধান সম্পাদক মো. আমিরুজ্জামান (আমির) প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। এ ঘটনায় তিনি পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-২৫৬৭, তারিখ ২৭ আগস্ট) করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আশুলিয়া ইউনিয়নের কর ফাঁকি, ঘুষ ও দুর্নীতির খবর প্রকাশিত হওয়ার পর মতিউল আলম নিজে পাঁচজন সহযোগীকে নিয়ে রাজধানীর মিরপুরে খবরের আলো কার্যালয়ে প্রবেশ করে সম্পাদককে হত্যার হুমকি দেন। এ সময় অফিসে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাদের উপস্থিতি ধরা পড়ে। অভিযুক্তরা সম্পাদককে বলেন, ভবিষ্যতে এসব সংবাদ প্রকাশ বন্ধ করতে হবে, নচেৎ তাকে “আগামীকালের সূর্য দেখতে দেওয়া হবে না।”
সম্পাদক আমিরুজ্জামান জানান, “ঘুষ–দুর্নীতির খবর প্রকাশ করার পর থেকেই আমাকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। বিভিন্ন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ফোন করে এবং গোপনে বার্তা পাঠিয়ে হুমকি দিচ্ছে। তবুও আমি সত্য প্রকাশের দায়িত্ব থেকে সরে যাব না।”
অভিযোগে উল্লেখ রয়েছে, ফোনালাপে অভিযুক্তরা গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের উদাহরণ টেনে একই পরিণতির হুমকিও দেন। সম্পাদক দাবি করেন, অভিযুক্তদের মধ্যে সাগর, ইমাম হোসেন, মিলন, রুবেল ও সাইফুল ইসলামের নাম উঠে এসেছে।
ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা জানিয়ে বলেছে, একজন সম্পাদককে হুমকি দেওয়ার অর্থ পুরো গণমাধ্যমকে ভয় দেখানো। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মানবাধিকার সংগঠনগুলোও ঘটনাটিকে সংবাদপত্রের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে। তাদের মতে, গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যমকে ভয় দেখানো মানে মানুষের কণ্ঠরোধ করা।
Leave a Reply