মোঃ সাজাহান আলী: কুষ্টিয়ার খোকসা স্টেশন সড়কের ধারে কাদির পুর এলাকায় দীর্ঘদিন যাবত বসবাস করছেন এক অচেনা বৃদ্ধা নারী। বয়স প্রায় ৬৫ থেকে ৭০ বছরের মতো হবে। ভারসাম্যহীন এই বৃদ্ধা মহিলার নাম, ঠিকানা কিংবা কোনো পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয় একজন মুরুব্বী বলেন,পাগলী কারো সাথে সঠিকভাবে কথা বলতে পারেন না, তার ভাষা কেউই বুঝতে পারেনা।
দিনের পর দিন রোদ-বৃষ্টি সহ্য করে খোলা আকাশের এর আগে এইপাগলিকে নিয়ে বেশ কয়েকটি রিপোর্ট করা হলে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস এর নজরে আসে তিনি।
অনেক বার পাগলীর দ্বারস্থ হয়েছেন সরকারের আশ্রয় প্রকল্প ঘর দেওয়ার জন্য, কিন্ত পাগলি রাজি হননি। পাটকাঠি কলাপাতা এবং অন্যান্য গাছের লতা পাতা দিয়ে ঘর নির্মাণ করে সেখানেই থাকতেন, বৃষ্টি এলে ডিসটেন্স এই পাগলী এটা দেখে স্থানীয় হৃদয়বান ব্যক্তি একটি সুন্দর টিনের ছাপরা ঘর নির্মাণ করে দেন।
পাগলি পরিচয় পত্র এখন পর্যন্ত পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা সম্ভবত রোহিঙ্গা হবে পাগলিরে সবাই ভালো বাসে খাবার থেকে শুরু করে কাপড় বাজার নগদ টাকা ও দেন।
Leave a Reply