ইব্রাহীম আহমেদ (রনি): বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, নরসিংদী জেলা শাখার কাউন্সিল অধিবেশন আজ (শনিবার) জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। কাউন্সিল অধিবেশনটি ছিল নেতৃত্ব পুনর্গঠন, সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ ধাপ।
এই কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় মহাসচিব, জননেতা স.উ.ম আব্দুস ছামাদ।
তিনি বলেন— “বাংলাদেশ ইসলামী ফ্রন্ট দেশের শান্তি, সম্প্রীতি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে। এই লক্ষ্য বাস্তবায়নে সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে প্রতিটি জেলায় যোগ্য ও সক্রিয় নেতৃত্ব গঠন প্রয়োজন।”
তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান, যেন তারা আদর্শিক নিষ্ঠা, জনসম্পৃক্ততা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে জেলার কার্যক্রমে নবউদ্দীপনা সৃষ্টি করেন।
নবনির্বাচিত জেলা কমিটির নেতৃত্বে আছেন: সভাপতি: জনাব জাহিদসাধারণ সম্পাদক: জনাব শাহজালাল,সাংগঠনিক সম্পাদক: মশিউর,
নতুন নেতৃত্বকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি ও জেলার নেতৃবৃন্দ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন এই কমিটির হাত ধরে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা পর্বে জেলার ভবিষ্যৎ সাংগঠনিক রোডম্যাপ এবং কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের অংশগ্রহণে একটি স্মারক ছবি তোলা হয়। কাউন্সিল শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে।
Leave a Reply