মোঃ আলমগীর/কিশোরগঞ্জ নিলফামারী প্রতিনিধি: আজ শনিবার, ২রা আগস্ট ,সকাল ৬ঃ২০ মিনিট ভোরের আলো উকি দিচ্ছে পূর্ব দিকে আকাশে সূর্য দেখা মিলছে ঠিক সকাল ৬ টা থেকে শুরু হয়েছে দুর দূরন্ত থেকে প্রকৃতি প্রেমিদের বাফলা বিলে আশা, একের পড় এক চলছে কেউ এসে দেখছে বাফলা বিল আবার কেউ বা করছে ভিডিও, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিবে ছবি এজন্য দূর থেকে আসছে অনেকে, বাফলা বিলে এসে পদ্মফুলের বাগান ভ্রমণ করতে হলে নিতে হয় নৌকা অথবা বিলের জলে ভিজে দেখতে হবে পদ্মফুল ও ফল, অনেকে আবার সংগ্রহ করছে ফল গুলো, বাফলা বিলে পদ্মফুল ও ফল তার সাথে রয়েছে দেশীয় মাছ, দর্শনীয় স্থান বাফলা বিল এখন বেশীরভাগ মানুষ পদ্মবাগান নামে পরিচয় দিয়ে থাকে। দর্শনার্থীদের আশা কিংবা প্রশাসনের কাছে চাওয়া মনোরম পরিবেশে খাবার হোটেল, নিরাপদ পানি, আশ্রয় স্থান সহ নিরাপদ যোগাযোগ মাধ্যম । বাফলা বিলের দুই ধারে রয়েছে বসতী ও আমন ধান চাষের জন্যে জমি, বাফলা বিলে প্রতি বছর অতিথি পাখি আসে, পদ্মফুল ও ফল দেখতে আশা বেশীরভাগ তরুন প্রজন্মের এ জন্য বাফলার এলাকাবাসী ও তাদেরকে নিরাপদ পানি, ভ্রমণের জন্য নৌকা, হালকা খাবার দিয়ে সহযোগিতা করে।
Leave a Reply