1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
তিন আসামির মধ্যে একজনের ক্ষেত্রে মামলার কার্যক্রম স্থগিত ১৯ জুলাই বাংলাদেশ জামাতে ইসলামীর মহাসমাবেশ আলোচিত এসি গোলাম রুহানী সাময়িক বরখাস্ত গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট: ভুগছে ৫০ শয্যার হাসপাতাল মিডফোর্ডের ঘটনার প্রতিবাদে ও বিচার দাবীতে সৈয়দপুর ও জলঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ দেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা হচ্ছে কালীগঞ্জে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ময়মসিংহে র‌্যাব-১৪ কর্তৃক অভিযানে মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ০১ বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে শায়খে চরমোনাই প্রার্থী — দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আশাবাদী ভোটাররা চাঁদাবাজদের পক্ষে তদবিরকারীরা গ্রেপ্তার হবেন: হুঁশিয়ারি এডিসির

সৈয়দপুরে রেলওয়ের স্টোর থেকে রেললাইন পাচারের ঘটনায় পিডাব্লিউ ইনচার্জ সুলতান মৃধা গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫৪ বার

শাহজাহান আলী মনন/নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (পথ) অর্থাৎ পিডাব্লিউ অফিসের স্টোর থেকে রাতের আধারে রেললাইন পাচারের ঘটনায় অফিস ইনচার্জ সুলতান মৃধাকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এ সংক্রান্ত সংবাদ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে প্রকাশের জেরে তদন্ত পূর্বক ঘটনার সত্যতা পাওয়ায় দুপুর তিনটায় তাকে তার অফিস থেকে আটক করা হয়। এর আগে ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি তার দোষ স্বীকার করেছেন।

পিডাব্লিউ অফিসের স্টোরে ও ইয়ার্ডে রক্ষিত রেললাইন গ্যাস দিয়ে কেটে বিক্রি করেছেন। যা বৃহস্পতিবার ভোর রাতে দুইটি পিকআপ যোগে পাচার করা হয়। এ সংক্রান্ত খবর পেয়ে সকাল ১০ টায় সাংবাদিক জাকির হোসেন ও শাহজাহান আলী ঘটনাস্থলে গেলে তথ্যের সত্যতা পায়। তারা তাৎক্ষনিক বিষয়টি রেলওয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ তথা পশ্চিামাঞ্চল রেলওয়ের সহকারী প্রধান প্রকৌশলী আহসান জাবির ও সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক শাহ সুফী নুর মোহাম্মদকে অবগত করেন এবং তাদের মন্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করেন। যা কয়েকটি অনলাইন পত্রিকায় প্রকাশ হয়। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্তে নামে এবং আলামত পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।

এতে সুলতান মৃধা ঘটনা স্বীকার করেন। তবে ক্রয়কারীরা পাচারকৃত মালামালগুলো কোথায় নিয়ে গেছে তা তিনি জানেন না বলে কর্তৃুপক্ষের কাছে বলেছেন। সেই সাথে এই ঘটনায় জড়িতদের বিষয়েও তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। এর প্রেক্ষিতে তাকে আটক করে মামলার প্রস্তুতি নিয়েছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। সৈয়দপুর রেলওয়ে থানায় এই মামলা দায়ের করা হবে।

এব্যাপারে পার্বতীপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) তহিদুল ইসলাম বলেন, পিডাব্লিউ এর স্টোর থেকে গ্যাসের সিলিন্ডার ও লোহা কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এখান থেকে বিপুল পরিমান রেললাইন গ্যাস দিয়ে কেটে পাচার করা হয়েছে। যা জিজ্ঞাসাবাদের সময় পিডাব্লিউ ইনচার্জ সুলতান মৃধা স্বীকার করেছেন। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় পদক্ষেপ নেয়া হবে। প্রাথমিকভাবে তাকে রেলওয়ে পুলিশের কাজে হস্তান্তর করা হয়েছে।

পার্বতীপুর আরএনবি’র ইন্সপেক্টার হাসান শিহাবুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিডাব্লিউ ইনচার্জ সুলতান মৃধা তার অপরাধ স্বীকার করেছে। এই অফিস যেহেতু পার্বতীপুর এইএন এর অধীনে সেই হিসেবে তার বিরুদ্ধে পার্বতীপুর আরএনবি ব্যবস্থা নিয়েছে। সৈয়দপুর রেলওয়ে থানায় এ সংক্রান্ত মামলা করার পর রেলওয়ে পুলিশ পাচারকৃত মালামাল উদ্ধার ও পাচারের সাথে জড়িতদের গ্রেফতারে তৎপরতা চালাবে।

সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহামুদ-উন-নবী বলেন, মামলার কার্যক্রম চলমান। আসামীকে আটক করে আমাদের হেফাজতে নেয়া হয়েছে। মামলা দায়েরের পর পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে। এছাড়া আরও জিজ্ঞাসাবাদের পর এর সাথে জড়িতদের খোঁজ ও পাচারকৃত মালামাল উদ্ধারের জন্য অভিযান চালানো হবে।

উল্লেখ্য, সুলতান মৃধা দীর্ঘদিন থেকে সৈয়দপুর পিডাব্লিউ অফিসের দায়িত্বে থেকে একের পর এক এধরণের অপকর্ম করে চলেছেন। রেলওয়ে শ্রমিকলীগের ওপেন লাইন শাখার সাংগঠনিক সম্পাদক পদে থেকে তিনি সেই দাপটে এসব করতেন। রেলওয়ের প্রধান কার্যালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা তার আত্মীয় হওয়ায় একাধিকবার তার অপকর্ম ধরা পড়লেও তিনি বার বার পার পেয়ে গেছেন।

রেলওয়ের মালামাল চুরিসহ নারীঘটিত দুষ্কর্মের সাথেও তিনি জড়িত। একারণেও তিনি জনতার হাতে পাকড়াও হয়েছিলেন। কিন্তু পাপ বাপকেও ছাড়েনা। সর্বশেষে তিনি আটক হলেন। তার আর মাত্র ৬ মাস চাকুরীর মেয়াদ আছে বলে জানা গেছে। তার আটকের খবরে সৈয়দপুর রেলওয়ে অঙ্গনে চাঞ্চল্যের সুৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews