1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সেতাবগঞ্জ পৌর শাখার ২ নং ওয়ার্ড এর কর্মী সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত কালীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার কিচক ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন নিরলসভাবে কাজ করে চলেছেন দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন পান্তা ভাত বেনাপোলে অস্ত্র ঠেকিয়ে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রীকে অপহরনের অভিযোগ চৌদ্দগ্রামে হালচাষের ট্রাক্টর উল্টে হেলপার নিহত নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক তরিকুল শিবলীর মৃত্যু কালীগঞ্জে ইয়াবাসহ দুই নারী গ্রেফতার

উল্লাপাড়ায় জামায়েত কর্মীর হামলায় বিএনপি’র সাবেক সদস্য সচিব গুরুতর আহত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার

মোঃ সুজন আহমেদ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিএনজি স্ট্যান্ডের ইজারার টাকা উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জের ধরে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে জামায়েত ও ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা।

১৮ এপ্রিল দুপুরে থানার সামনে এ ঘটনা ঘটেছে। আহত অবস্থায় আজাদকে প্রথমে উল্লাপাড়া কাওয়াক হসপিটাল নেওয়া হয় এবং সেখান থেকে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয়। এই ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ ভিক্ষব মিছিল করেছে নেতাকর্মীরা।

উল্লাপাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নিক্সন কুমার আমিন বলেন, বিএনপির নেতা আজাদ উপজেলা মটর মালিক সমিতির অফিসে নিয়মিত ওঠাবসা করেন। ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এ বছরে সিএনজি স্ট্যান্ডের ইজারা পেয়েছে। তারা ইজারা তুলতে এসে মটর মালিক সমিতির অফিস কক্ষ থেকে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, ও তারেক রহমানের ছবি নামিয়ে ফেলতে বলেন। এ নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। শুক্রবার উপজেলা মসজিদে জুম্মার নামাজ পড়ে আজাদ থানার গেটের সামনে যান। সেখানে বৃহস্পতিবার এ ঘটনার জের ধরে ইসলামী ছাত্রশিবিরের তিন থেকে চার জন নেতা কর্মী অতর্কিত হামলা চালায় রড হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা ও ঘাড় রক্তাক্ত যখম করে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে পঞ্চকোশী ইউনিয়নের সভাপতি কাজী জহুরুল ইসলাম পিনু বলেন, জামায়েত ইসলামের পক্ষ থেকে উল্লাপাড়া সিএনজি স্ট্যান্ড নতুন বছরের ইজারা নেওয়া হয়েছে। জামায়েত ছাত্র শিবিরের নেতারা এই ইজারা টাকা তুলতে গেলে বিএনপি নেতা আজাদের সমর্থক দলীয় নেতাকর্মীরা বৃহস্পতিবার বিকেলে ও শুক্রবার সকালে তাদের দুই দফা মারধর করে। এর জের ধরে বিএনপির নেতা আজাদের উপর হামলা ঘটনা ঘটেছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা পরিদর্শক তদন্ত নিয়ামুল হক বলেন, বিএনপি নেতা আজাদকে মারধরের পর উপজেলা সদরের বিক্ষোভ মিছিল করেচছে নেতা কর্মীরা আহত আজাদকে বগুড়া জিয়া মেডিকেলে নেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews