জেলা প্রতিনিধি বান্দরবান :– বান্দরবান জেলার লামা উপজেলায় তামাক কেন্দ্রিক ঘটনাকে পুঁজি করে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ফাঁসিয়াখালী ইউপি ৯ নং ওয়ার্ড বড়পাড়া বনফুল সংলগ্ন বড়বিল গ্রামে সোমবার (১৪ এপ্রিল) বাংলা বছরের প্রথম দিন সকাল ১০টার দিকে এই নির্দয় ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে প্রকাশ, ১৩ এপ্রিল রাতে নিহতের ছেলে মীর আহমদ প্রতিবেশি কৃষক নাসির উদ্দিনের চুল্লিতে তামাক কিউরিং করতে দেয়। গভীর রাতে ওই তামাক নিয়ে চলে যায় আরেক প্রতিবেশি (হত্যাকারী) আব্দুল জব্বার। খবর পেয়ে মীর আহমদ আব্দুল জব্বারের বাড়িতে গিয়ে যেহেতু জানতে চায়। ওই সময় কথাকাটির এক পর্যায়ে জব্বারের পরিবার উল্টো মীর আহমদকে তামাক চুরির অপবাদ দিয়ে বেধে রেখে মারধর করে পরে ছেড়ে দেয়। সোমবার সকালে মীর আহমেদ এর মা নুর আয়েশা আব্দুল জব্বারের বাড়িতে গিয়ে রাতের ঘটনাটি জানতে চায়। সেখানে বাকবিতন্ডার এক পর্যায়ে আবদুল জব্বার, তার স্ত্রী রোকেয়া বেগম ও তাদের ছেলে মোঃ রোবেল, মোঃ সিরাজ মিলে এলোপাতাড়ি মারধর করলে বৃদ্ধ নুর আয়েশা বেগম (৫৮), স্বামী মোঃ আব্দুল হাকিম; ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এর পর জ্ঞানশুণ্য ভেবে সবাই মিলে চকোরিয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার নুর আয়েশাকে মৃত ঘোষনা করেন। পরে নুর আয়েশার লাশ কক্সবাজার সদর হসপিটাল মর্গে পাঠানো হয়। সোমবার রাত সোয়া নয়টায় বয়োবৃদ্ধ নারীকে পিটিয়ে হত্যার অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
Leave a Reply