তুমি রবে চিত্তে চেতনার আধারে রাজনীতিতে-
রাখবো পুষে তোমার আদর্শ জীবনের গতিতে,
তুমি শিখিয়েছো চলতে পথ কিভাবে জীবনে-
তোমার শুন্যতা অনুভব করি আজকে এক্ষনে!
তুমি নেই আজ আমাদের সাথে ভাবতে ভাঙ্গে বুক-
তোমার মুল্য বুঝিনি আগে খুঁজেছি পরম সুখ…
তুমি থেকো ভালো এ প্রার্থনা করি প্রভূর দরবারে-
প্রশান্তিতে রেখো ওগো মাবুদ তুমি তারে পরপারে,
তুমি ছিলে যখন; ওজন করিনি কভুও তোমার-
ভাবিনি ভ্রমেও আজকের কথা জীবনে একবার!
তুমি চলে আমাদের ছেড়ে অনন্ত কালের তরে-
কি নিয়ে রবো আমরা তোমাকে ছেড়ে দুরে…
তোমার বিরহে নিভৃতে কাঁদি নিঃস্বরে নিঃরবে-
দোওয়া করো যেনো তোমার আদর্শে চলি ভবে,
তোমার দেখানো পথই যেনো চলার পথ হয়-
তোমার রেখে যাওয়া আদর্শ ছাড়া আর কিছু নয়!
লালন করি হৃদয়ে তোমার পথের দিশা যেনো-
হইনা যেনো বিচ্যুত কভুও লালসায় পড়ে কখনো…
রাজনীতিতে থাকবেনা তুমি আর রবে তব নীতি-
তোমার নীতির বলয়ে গড়েছিলে যে সম্প্রীতি,
ধরে রাখবো তোমার প্রজ্ঞার সাবলীল আবাহন-
তোমার আদর্শের রুপ-ভাষায় রাঙাবো এ জীবন!
ওগো রাজনৈতিক দিশারী আলোর ধ্রুব জ্যোতি-
দোওয়া করে যাও অবিরাম রাখতে তোমার নীতি…
আমি অতি তুচ্ছ নগন্য একজন কর্মী তোমার-
বুঝতে দাওনি বিচক্ষনতায় তা কভুও একবার,
সামনে পথ চলতে বলতে দিয়েছে অনুপ্রেরনা-
তারুন্য নির্ভর রাজনীতি ঘিরে ছিলো তব সাধনা!
থেকে তুমি জান্নাতের উচ্চ মাকামে আসীন-
তোমার চেতনা রাখবো ধরে হৃদয়ে চিরদিন…
থাকো তুমি অনন্ত সুখের পরশে বেহেশত মাঝে-
অনুপ্রেরনায় থেকো চিত্তে সকল কর্মসুচী কাজে,
ভুলবো কভুও কোন দিনও তোমায় ধ্যান ও জ্ঞানে-
থেকো সদা তুমি রুহানী দোওয়া আমাদের প্রানে!
আছো তুমি শ্রদ্ধা ও ভালোবাসায় এ হৃদয়ের কোনে-
ছিলে তুমি সদা আছো চিত্তে রবে মনের গহীনে…..
অশ্রু সজল নয়নে লেখা এ লেখনী-
দিলাম তা জারি করে বিস্তৃত ধরনী,
স্মরনে লিখলাম কষ্ট গাঁথা কথা মালা-
প্রকাশ করতে যায় ফেটে বুক সাড়াবেলা!
তবুও লিখতে হবে আবহকথা এ হৃদয়ের-
শোকের মাতমে প্রকাশ বাকি নেই ব্যথা ঢেড়,
লিখতে চাই ব্যথা যত করুন আর্তনাদে-
লিখতে গিয়ে কলম মোর বাধ সাধে……
এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ, চাটমোহর, পাবনা।
Leave a Reply