ষ্টাফ রিপোর্টারঃ চৌদ্দগ্রামের মিয়াবাজার জামে মসজিদ মার্কেটের নীচ তলায় প্রীতি জুয়েলার্সে শনিবার মাগরিবের নামাজের সময় এক দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে।
জানাগেছে, শনিবার (৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার মিয়াবাজার জামে মসজিদ মার্কেটের ভিতরের প্রীতি জুয়েলার্সে ডাকাতির উদ্দেশ্যে ককটেল ও গুলি ছোড়া শুরু করলে জনসাধারণ আতন্কিত হয়ে দ্বিকবিদিক ছুটাছুটি শুরু করে। এ সময় ডাকাতরা প্রীতি জুয়েলার্স থেকে নগদ টাকাসহ প্রায় কোটি টাকা মুল্যের স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ডাকাতদের এলোপাতাড়ি ছোড়া গুলিতে মার্কেটের ৪/৫ জন দোকানদার আহত হয়েছে। সংঘবব্ধ ডাকাত দল ডাকাতি শেষে পালানোর সময় স্হানীয় জনতা কাওসার (৩০) নামের এক ডাকাতকে আটক করেছে। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে স্হানীয় লোকজন ধৃত ডাকাতকে তাদের নিকট সোপর্দ করে। ধৃত ডাকাত কাওসার রাজধানীর এয়ারপোর্টের পুর্ব দিকের হাজী ক্যাম্প এলাকার উত্তর খানের চানপাড়ার আবুল বাসারের ছেলে।
তথ্যটি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ।
Leave a Reply