চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ রাজধানীর পল্লবী থানার একটি বস্তিতে গত ২৮শে মার্চ (শনিবার) ২০২০ইং দিবাগত রাতে আগুনে পুড়ে এক পরিবারের তিনজন মারা গেছে। পল্লবী থানার বাউনিয়াবাধের একটি বস্তিতে ভোররাতে আগুন ধরিয়ে দিয়ে একই পরিবারের তিনজনকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। পুড়েছে ওই পরিবারের বসত ঘরটিও। আগুনে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে জীবন কাটাবে নিহতের পরিবার।
স্থানীয় সূত্র জানায় মোসাঃ কল্পনা আকতার পল্লবী থানা বিএনপি’র ৫নং ওয়ার্ডের মহিলাদের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ২৮শে মার্চ কল্পনা আকতারের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতনের আন্দোলনের কর্মসূচীর অংশ হিসেবে, বাউনিয়াবাদ খেলার মাঠে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিকাল ৪ টার সময় ঢাকা-১৬ আসনের সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লার নেতৃত্বে এবং কুমিল্লা-১১(চৌদ্দগ্রাম) আসনের এমপি আসামি মুজিবুল হক ও এবং ইসমাইল হোসেনের নেতৃত্বে একদল আওয়ামী সন্ত্রাসী সভাটি ছত্রভঙ্গ করে দেয়। একই দিন রাত প্রায় দশটার সময় আসামিরা কল্পনার বাড়িতে হামলা করে। আসামিদের উপস্থিতি টের পেয়ে কল্পনা কৌশলে পালিয়ে গিয়ে রাত আনুমানিক ১২ টার সময় কল্পনা বাড়ীতে ফিরে। শুক্রবার দিবাগত রাত অর্থাৎ ২৮ই মার্চ রাত আনুমানিক সাড়ে ৩ টার সময় ঘরের ভিতরে থাকা কল্পনা আকতারের বিষয়টি নিশ্চিত হয়ে সকল তার বাসভবনে আগুন ধরিয়ে দেয়। এতে ৩জনের মৃত্যু হয়। উক্ত মামলায় আজ ঢাকার সিএমএম কোর্টে দিলরুবা আফরোজ তিথির কোর্টে শেখ হাসিনাসহ ২১৫ জনের নামে এবং অজ্ঞাত ৩০০/৩৫০জন ক্যাডারের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরা করা হয়।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শেখ রেহানা, সজিব ওয়াজেদ জয়, আসাদুজ্জামান খান কামাল, শেখ সেলিম, শাহাজাহান খান, এড. আনিসুল হক, সালমান এফ রহমান, ঢাকা-১৬ আসনের সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লাহ কুমিল্লার চৌদ্দগ্রামের সাবেক এমপি মুজিবুল হক, ফলমুড়ি গ্রামের ইসমাইল হোসেন, মেষতলা গ্রামের ইঞ্জিনিয়ার ফয়সাল, বাসন্ডা গ্রামের হারুনুর রশিদ মোল্লাহ এবং আবুল কালাম, বারাইশ গ্রামের জয়নাল আবেদীন ভূইয়া, আলমগীর হোসেন ভূঁইয়া, রানা আহম্মেদ ভূইয়া, কনকপুর গ্রামের খলিলুর রহমান, জুগিরহাট গ্রামের জামিল, রাজিব, চাঁনপুর গ্রামের পাবেল, নুরু মিয়া, মাসুম বিল্লাহ, চান্দিশকরা গ্রামের আব্দুল জলিল রিপন, বাংপাই গ্রামের বায়েজিদ, বিষভাগ গ্রামের মামুন, শুভপুর ইউনিয়নের সাবেক মেম্বার মামুনুর রশিদ, ছোটখিল গ্রামের সোহাগসহ ২১৫ জন আসামীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০/৩৫০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।
Leave a Reply