1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

বিশ্বে এই প্রথম যা চালু করলো সৌদি আরব

  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৫ বার

বাংলার রূপ ডেস্ক : বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন ‘‘রিয়াদ মেট্রো’’ পুরোপুরি চালু হলো সৌদি আরবে।

রবিবার (৫ জানুয়ারি) সকাল ৬টা থেকে ট্রেনটি চালু হয়েছে বলে এক ঘোষণায় জানিয়েছে দেশটির রয়্যাল কমিশন ফর  রিয়াদ সিটি (আরসিআরসি)।

রিয়াদ মেট্রো মূলত একটি মেট্রোরেল এবং রাজধানী রিয়াদ ও তার আশপাশের অঞ্চলে চলাচলের জন্য এটি তৈরি করা হয়েছে।

সৌদি আরবের পুরো অঞ্চলকে এক নেটওয়ার্কের আওতায় আনার জন্য ৬টি লাইন রয়েছে- ব্লু লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন, রেড লাইন, গ্রিন লাইন এবং অরেঞ্জ লাইন। রিয়াদ এবং তার আশপাশের অঞ্চলকে ৬ ভাগ করে প্রতিটি ভাগের জন্য বরাদ্দ করা হয়েছে একটি লাইন।

রিয়াদ মেট্রোর ৬টি রুটের মধ্যে ১ ডিসেম্বর প্রথম ধাপে ৩টি রুট খুলে দেওয়া হয়েছিল। পরে ১৫ ডিসেম্বরে রেড এবং গ্রিন লাইনেও পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হয়। রয়েল কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, ৫ জানুয়ারি থেকে অরেঞ্জ লাইনসহ অন্যান্য লাইনে পুরোদমে চলা শুরু করেছে মেট্রোটি।

উল্লেখ্য, রিয়াদের জেদ্দা রোড এবং সেকেন্ড ইস্টার্ন রিং রোডকে সংযুক্তকারী অরেঞ্জ লাইনের দৈর্ঘ্য ৪১ মিটার। এ লাইনে রয়েছে ৫টি মেট্রোস্টেশন। এই স্টেশনগুলো হলো- জেদ্দা রোড স্টেশন, তাওয়াইক স্টেশন, দৌহ স্টেশন, হারুল আল রশীদ স্টেশন এবং আল নাসির স্টেশন।

এটি মোট ৮৫টি মেট্রো স্টেশন নিয়ে গঠিত। এর মধ্যে সবচেয়ে পরিচিত জাহা হাদিদ আর্কিটেক্টসের ডিজাইন করা কিং আবদুল্লাহ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি) মেট্রো স্টেশন। চোখ ধাঁধানো ডিজাইনে তৈরি এই স্টেশনের নকশা এমনভাবে করা হয়েছে, যাতে যাত্রীরা খুব সহজে এখানে চলাচল করতে পারেন। এছাড়াও এই স্টেশনের বাইরের অংশটি নজরকাড়া ঢেউ খেলানো পানির মতো ডিজাইনে তৈরি, যা রিয়াদের তীব্র গরম থেকে যাত্রীদের কিছুটা আরামদায়ক পরিবেশ পেতে সাহায্য করবে।

প্রকল্পের জন্য রোলিং স্টক সরবরাহ করা সংস্থা অ্যালস্টম জানিয়েছে, চালকবিহীন এই ট্রেনগুলোর কার্যক্রম একটি অত্যাধুনিক সিগন্যালিং সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত, যা ট্রেনের দরজা স্বয়ংক্রিয়ভাবে খোলাসহ ট্রেনগুলোর গতি নিয়ন্ত্রণ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করে। পুরোপুরি এয়ার-কন্ডিশনড স্টেশনগুলোতে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews