শাহজাহান আলী মনন/নীলফামারী (জেলা) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোকলেছুর রহমান বিমানকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২১ নভেম্বর রণচন্ডী ইউপি চেয়ারম্যানকে নাশকতার চেষ্টার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। তাকে মাইক্রোবাসে করে থানায় নেয়ার সময় তার সমর্থকরা পুলিশের গাড়িতে হামলা চালায় এবং গ্লাস ভাঙচুর করে। ওই ঘটনায় সে সময় চারজন পুলিশ সদস্য আহত হন।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমানের নামে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলার তিনি প্রধান আসামি।
Leave a Reply