মোঃ তুহিন দেওয়ান: ধর্ষনের বিরুদ্ধে পোস্ট দেয়ায় একদল কাপুরুষ সন্ত্রাসী তার মাথা ফাটিয়ে রক্তাক্ত করেছে। এই হামলা শুধু একজন মানুষের ওপর নয় সত্য ও প্রতিবাদী কণ্ঠস্বরের ওপর হামলা। সাব্বির তালুকদার ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। তাই তাকে রক্তাক্ত করে ভয় দেখাতে চেয়েছে অপশক্তিরা। কিন্তু মনে রাখতে হবে রক্তে লেখা প্রতিবাদ কখনো থামে না।
সন্ত্রাসীরা কীভাবে এত সাহস পায়?জনগণ আর চুপ করে থাকবো না। এই হামলার সঙ্গে জড়িতদের উল্টো করে ঝুলিয়ে জনতার সামনে বিচার করা হবে।
জনগণের ধৈর্য এখন শেষ প্রান্তে। আজ সাব্বির, কাল হয়তো আমি নিউজ করার কারনে হামলার শিকার হতে পারি। তাই এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে একসাথে দাঁড়ান এটাই সময়।
Leave a Reply