1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ২৪ মে ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন

ভাই হতে চাই

  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৩১ বার

💚 ভাই হতে চাই 💚

এস এম মনিরুজ্জামান আকাশ

একই মায়ের উদরে জন্ম নিলেও-
অনেকেই হয়না আপন ভাই,
আবার ভিন্ন মায়ের গর্ভে জন্মে হয়-
কেহ ভাই প্রাণের চেয়ে প্রিয় তাই…

ভাই সেতো যে বিপদে আপদে-
ছায়া সঙ্গী হয় ভায়ের বিপদ বেলায়,
ঠকায় না কষ্ট দেয়না ভাই কে-
আদেশ-নির্দেশ প্রত্যাখ্যান করেনা অবহেলায়!

নীতি আদর্শ করে স্মরণ ভাইয়ের-
পথ চলে সভ্যতায় সত্য সরল ভাবে,
গর্ব বোধে বুক ফুলে উঠে যে-
আদর্শ ভাইয়ের এই স্বার্থপর ভবে..

আমি খুঁজি পথে-পথে ভাইকে-
যে হবে একান্ত নীতি-আদর্শে আমার ভাই,
তার পথ চলা হবে আমার পথে-
এমন ভাইকে খুঁজে পেতে চাই…

হায়রে পৃথিবী;হায়রে সমাজ ভাই বিহীন-
কেটে যায় আমার দিন-মাস-বছর,
পেতে চাই মুক্ত প্রাণের উচ্ছাসে-
হতে কারো আপন ভাই যে আমার পর……

(রচনাকাল:০৮ ই জানুয়ারী ২০১০ ঈশায়ী,
রাত-০৮:৩০_০৮:৪০,মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ,
কচুগাড়ী, কুয়াবাসী,চাটমোহর,পাবনা-৬৬১০)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews