আটপাড়া (নেএকোনা) উপরজেলা: সীমান্ত নিরাপত্তার মহান দায়িত্ব পালনের সময় প্রকৃতির নির্মম আঘাতে (বজ্রপাতে) প্রাণ হারিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধীনস্থ দাঁতভাঙ্গা বিওপির সদস্য সিপাহী রিয়াদ।
গতরাতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শিমুলতলী পোস্টে দায়িত্ব পালনকালে বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সীমান্তের প্রতিকূল পরিবেশেও দায়িত্বে অবিচল এই সদস্যের পেশাদারিত্ব ও আত্মনিবেদন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি
Leave a Reply