মোঃ মনরুজ্জামান মনির: সারাদেশের ন্যায় পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিনব্যাপি বাংলা নববর্ষবরণ -১৪৩২সন উদযাপিত হয়েছে।
সোমবার(১৪ এপ্রিল)বাংলা পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে সকাল ১০ টার সময় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিবসের সুচনা ঘটে। বর্ষবরণ শোভাযাত্রাটি ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চত্বরে থেকে শুরু করে সদর প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।পরিষদ চত্বরে দিনব্যাপী বৈশাখী মেলা-১৪৩২-এর ফেষ্ঠুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন, ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার। উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার রোজী, উপজেলা কৃষিকর্মকর্তা মোছাঃ শারমিন জাহান, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যড. মুজিবুর রহমান,জেলা জামায়াত ইসলামীর সহকারী তারাবিয়াত সেক্রেটারী ও পাবনা-৩ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী এমপি প্রার্থী অধ্যাপক আলী আছগার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, শিক্ষা অফিসার, মোঃ সেকেন্দার আলী , উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শামীম হোসেন। উদ্ধোধন শেষে উপস্থিত অতিথিবৃন্দ বৈশাখী মেলার স্টল পরিদর্শন করেন।
এর পর সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা শিল্পকলা একাডেমীর পরিচালনায় পহেলা বৈশাখের আলোকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
Leave a Reply