কালীগঞ্জ ( গাজীপুর) প্রতিনিধি: নব আনন্দ ও নতুন আশার বার্তা নিয়ে নতুন দেশ গড়ার প্রত্যয়ে বর্ণিল কর্মসূচির মাধ্যমে নতুন বছরের পথচলা শুরু করেছে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা প্রশাসন।১৪ এপ্রিল সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্বগণে নববর্ষবরণ আনন্দ শোভা যাত্রার মাধ্যমে পহেলা বৈশাখ ১৪৩২ বরণের কর্মসূচি শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ এর নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং ইলেকট্রন প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। আনন্দ শুভযাত্রাটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বর কনে সেজে, বাংলার ঐতিহ্য পালকি, বর্ণিল রঙ্গের প্লেকার্ড পোস্টার ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।
পরবর্তী সময়ে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের কন্ঠে জাতীয় সংগীত ও বৈশাখী বরণের গান এসো হে বৈশাখ পরিবেশন এর মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বৈশাখী মেলা ও উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
Leave a Reply