ছাব্বির হোসেন বাপ্পি/রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ রাজবাড়ী সদর উপজেলার ১২নং সুলতানপুর ইউনিয়নে শুভ নববর্ষ দিবসটি পালিত হয়।
নববর্ষের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে ১২ নং সুলতানপুর ইউনিয়ন পরিষদের মাঝে পহেলা বৈশাখ পালিত হলো। চেয়ারম্যান আশিকুর রহমান সচিব সকল সদস্য ইউপির স্টপ দের শুভ নববর্ষের নতুন বছর উপলক্ষে একটি গেঞ্জি ও একটি গামছা সবাইকে পড়ার জন্য দিলেন মিষ্টিমুখ করালেন। চেয়ারম্যান বলেন, শুভ নববর্ষ ১৪৩২। বাংলা নববর্ষের এ উপলক্ষে, আমি সকল সুলতানপুর ইউনিয়নে বাঁশি কে আন্তরিক শুভেচ্ছা জানাই।
তিনি বলেন, ‘পহেলা বৈশাখ’ ঐতিহ্যবাহী উদযাপন বাঙালি সংস্কৃতিতে এক অনন্য এবং লালিত স্থান অধিকার আছে। এটি বাঙালিদের ঐক্য এবং মহা পুনর্মিলনের দিন। তিনি আরও বলেন, বংশগতভাবে, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি নববর্ষকে নবচেতনা এবং নতুন অঙ্গীকারের সাথে গ্রহণ করে আসছে। এই দিনে মানুষ বিগত বছরের দুঃখ, বোঝা এবং হতাশাকে দূরে সরিয়ে রেখে সম্প্রীতি, বন্ধুত্ব, আনন্দ এবং ভালোবাসার চেতনায় একত্রিত হয়। এই দিনে মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়েছিল। কৃষিকাজ সহজতর করার জন্য তিনিই বাংলা বছরকে ‘ফসলি বছর’ হিসেবে গণনা শুরু করেছিলেন। একটি ঐতিহ্য যা সময়ের সাথে সাথে সমস্ত বাঙালির জন্য ধর্মনিরপেক্ষ ঐক্যের চেতনার প্রতীক হয়ে উঠেছে বলেও তিনি উল্লে করেন। তিনি বলেন, নতুন বছরকে স্বাগত জানানোর সময়, আসুন আমরা অতীতের দুঃখ, কষ্ট এবং দুর্ভাগ্যকে পেছনে ফেলে নতুন আশা ও উৎসাহ নিয়ে এগিয়ে যাই।
Leave a Reply