মু. আজিজ/ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল ও সনি আইসক্রিম কোম্পানির ফ্রিজবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মিনহাজ (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাব্বি (১৯) নামের এক যুবক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মিনহাজ ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড হোনাইয়ার টীলা এলাকার হাসেমের ছেলে এবং মাহমুদুল হক সরদারের ভাতিজা।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গহিরা-হেঁয়াকো সড়কের ভূজপুর কাজিরহাট বাজারের প্রবেশদ্বারে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের দক্ষিণ প্রান্ত দিয়ে বাজারমুখী কাভার্ডভ্যানটি প্রবেশ করছিল। এসময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মোটরসাইকেলের পেছনে থাকা মিনহাজ গুরুতর মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। চালক রাব্বি আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় প্রাথমিক চিকিৎসা নেন এবং পরে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক আহতদের মেডিকেলে পৌঁছে দিলেও পরবর্তীতে গাড়ি ফেলে পালিয়ে যায়। ঘাতক কাভার্ডভ্যানটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-শ-১১-১৬৬৯।
উল্লেখ্য, এর আগে একই স্থানে দুই বছর আগে এনাম নামের এক মোটরসাইকেল আরোহী দুর্ঘটনায় প্রাণ হারান।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply