1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প টুপিওয়ালা আর বাচ্চাদের দল চায় না নির্বাচন হোক; বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে তুহিন দুর্গাপুরে সিএনজি-ভুটভুটি সংঘর্ষে প্রাণ গেল এক যাত্রীর লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে গণধর্ষণ : আটক ২ কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের নবনির্মিত টেবিল টেনিস একাডেমি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন মজুরি বৈষম্যের প্রতিবাদে অস্থায়ী চা শ্রমিকদের সমাবেশ চৌদ্দগ্রামে ৩ পরিবারের সকলকে বেহুশ করে নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট নেত্রকোণা জেলায় ত্রিরত্নের খাদ্য শষ্য লুটপাট মৌলভীবাজার ৭ যুবককে কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালত কুমিল্লায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২৭ মামলার আসামি

ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদ বন্ধসহ ৭ দফা দাবিতে মৌলভীবাজারে মিছিল

  • আপডেট টাইম : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৫৮ বার

মনজু বিজয় চৌধুরী,মৌলভীবাজার ,
ব্যাটারি চালিত রিকশা-ভ্যান উচ্ছেদ বন্ধ, দ্রব্যমূল্য কমানো ও রিকশা ভাড়া পুনঃনির্ধারণসহ ৭ দফা দাবিতে মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে শহরের চৌমুহনাস্থ সংগঠনের কার্যালয় থেকে মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে তারা। জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সোহেল মিয়া, সাধারণ সম্পাদক দুলাল মিয়া, সহ-সভাপতি গিয়াসউদ্দিন, জসিমউদ্দিন সেবক ও মিজানুর রহমান নেতৃত্বে এক প্রতিনিধিদল জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের নিকট স্মারকলিপি জমা দেন। এসময় তারা রিকশা শ্রমিকদের সমস্যা-সংকট তুলে ধরে তা সমাধানের দাবি জানান।
স্মারকলিপিতে বলা হয়, রিকশা-ভ্যান শ্রমিকরা প্রতিদিন অমানবিক কষ্ট সহ্য করে জীবিকা নির্বাহ করছেন। অথচ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে তাদের জীবন-জীবিকা ক্রমেই কঠিন হয়ে উঠছে। এর মধ্যে শহরে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান উচ্ছেদের উদ্যোগ শ্রমিকদের আরও দুর্বিষহ পরিস্থিতিতে ফেলছে।
ইউনিয়নের নেতারা দাবি করেন, ২০২২ সালের ৪ এপ্রিল উচ্চ আদালতের রায়ে মহাসড়কে ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হলেও আঞ্চলিক সড়ক ও শহরের ভেতরে এর চলাচলে কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু মৌলভীবাজার শহরে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে, যা শ্রমিকদের জীবিকার বিরুদ্ধে অন্যায় ও অমানবিক। অথচ এসব রিকশা-ভ্যান এখনও অবাধে বিক্রি হচ্ছে বিভিন্ন শোরুমে।
তাদের অভিযোগ, অধিকাংশ ব্যাটারি চালিত রিকশার মালিকই হচ্ছেন শ্রমিকরা নিজেরা, যারা এনজিও ও মহাজনের কাছ থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে কিংবা শেষ সম্বল বিক্রি করে রিকশা কিনেছেন। কম পরিশ্রমে যাত্রী পরিবহন এবং সাশ্রয়ী ও আরামদায়ক হওয়ায় ব্যাটারি রিকশা ইতোমধ্যেই যাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। দেশের বিভিন্ন জেলায় অবাধে চললেও মৌলভীবাজার শহরে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা শত শত শ্রমিকের জীবিকা সংকট তৈরি করবে।
শ্রমিক ইউনিয়নের ৭ দফা দাবি হলো, উচ্চ আদালতের রায় অনুযায়ী আঞ্চলিক সড়ক ও শহরের ভিতরে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান চলাচলে বাঁধা না দেওয়া এবং অবিলম্বে উচ্ছেদ কার্যক্রম বন্ধ করা। বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে রিকশা ভাড়া পুনঃনির্ধারণ।যানজট নিরসনে যত্রতত্র অবৈধ গাড়ি পার্কিং বন্ধ। শহরে পর্যাপ্ত রিকশা স্ট্যান্ড স্থাপন। রিকশা শ্রমিকদের উপর সকল হয়রানি, নির্যাতন বন্ধ। রিকশা-ভ্যান শ্রমিক ও শ্রমজীবী জনগণের জন্য স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের রেশনিং চালু এবং সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্তি। শাহমোস্তফা সড়ক ও শ্রীমঙ্গল সড়কের সংযোগস্থলে ট্রাফিক গোলচত্বর নির্মাণ।

মনজু বিজয় চৌধুরী
মৌলভীবাজার
মোবাইল-০১৭৩১৭২০৮৯৬

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews