মোঃ সাজাহান আলী/কুষ্টিয়া প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের হৃদয়ের স্পন্দনে রূপ নিয়েছে। কৃষক, শ্রমিক, আলেম-ওলামা, কওমী-আলিয়া শিক্ষার্থী, ব্যবসায়ী, শিল্পপতি—সকলের মধ্যে আস্থা ও গ্রহণযোগ্যতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এ সংগঠন।
🔹 কুষ্টিয়া-১ (দৌলতপুর)
মুফতি আমিনুল ইসলাম (দা.বা.)
দেশের খ্যাতনামা একটি কওমী মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস। একজন জ্ঞানী, সজ্জন ও দীনের খেদমতে নিবেদিতপ্রাণ আলেম।
🔹 কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা)
অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী
তিনি মিরপুরের স্বনামধন্য একটি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ। শিক্ষাক্ষেত্রে অভিজ্ঞতা ও নেতৃত্বগুণে তিনি অত্র অঞ্চলে একজন সুপরিচিত ব্যক্তিত্ব।
🔹 কুষ্টিয়া-৩ (সদর-ইবি)
বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী
একজন সংগ্রামী মুক্তিযোদ্ধা, সাবেক সেনা সদস্য, ব্যবসায়ী এবং জেনারেল শিক্ষায় শিক্ষিত। দেশপ্রেম ও সেবামূলক মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছেন সমাজের কল্যাণে।
🔹 কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা)
আলহাজ্ব আনোয়ার খাঁন
শিল্পপতি ও সমাজহিতৈষী। তিনি সৌদি আরবে একটি কোম্পানির পরিচালক এবং দেশে প্রতিষ্ঠা করেছেন মক্কা মদিনা ফিলিং স্টেশন, আনোয়ার খাঁন এগ্রো, মক্কা মদিনা টাওয়ারসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। তার মাধ্যমে গড়ে উঠেছে বহু মসজিদ ও মাদ্রাসা।
এই চারজন প্রার্থীর মধ্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রমাণ করেছে—এটি কোনও একক গোষ্ঠীর সংগঠন নয়, বরং সব শ্রেণি-পেশার মানুষের দল।
এটি হলো এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে কওমী-আলিয়া, আলেম-শিক্ষক, মুক্তিযোদ্ধা-সেনা সদস্য, শিল্পপতি ও সাধারণ জনগণ—সবাই এক হয়ে দেশ ও দ্বীনের কল্যাণে কাজ করতে প্রস্তুত।
ইনশাআল্লাহ, কুষ্টিয়ার মানুষ এবার পরিবর্তনের প্রত্যাশায় তাকিয়ে আছে ইসলামী আন্দোলনের দিকেই।
ইসলামী আন্দোলন বাংলাদেশ—জনগণের হৃদয়ে, মাঠে-ময়দানে।
Leave a Reply