নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন সেকশন-১২, ব্লক-ডি এলাকার একটি অটো গ্যারেজে স্বর্ণালঙ্কার চুরি ও প্রাণনাশের উদ্দেশ্যে ককটেল হামলার অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়েছেন ব্যবসায়ী মো. সানি (২৮)। বর্তমানে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ভুক্তভোগীর স্ত্রী রূপা পল্লবী থানায় দায়েরকৃত এজাহারে উল্লেখ করেন, শনিবার (১ আগস্ট) ভোর ৬টার দিকে তার স্বামী সানি গ্যারেজে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, স্কুটারের সামনে রাখা আতরের কৌটার মধ্যে রাখা স্বর্ণের আংটি (৪.৫ আনা) ও গলার লকেট (৪.৩ আনা) চুরি হয়ে গেছে। আনুমানিক মূল্য ৮৫,০০০ টাকা। চুরির অভিযোগে পার্শ্ববর্তী গ্যারেজের মালিক মনির হোসেনকে জিজ্ঞাসা করলে মনির ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর মনির (৩৮), খলিম (৩২), বোরহান (৩১), কবির (৩৩), রুবেল (৩৫) এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি মিলে দেশীয় অস্ত্র, দা ও ককটেল নিয়ে সানির ওপর হামলা চালায়।
এজাহারে আরও বলা হয়, ধারালো দা দিয়ে কোপ মারার চেষ্টা করলে সানি তা এড়িয়ে যান। পরে রুবেল ও অপর এক ব্যক্তি তার পায়ের গোড়ালির দিকে ককটেল ছুড়ে মারলে তা বিস্ফোরিত হয় এবং গুরুতর জখম হন তিনি। এ সময় সানির পকেটে থাকা ২০,০০০ টাকা ছিনিয়ে নেয়া হয়। তার ছোট ভাই সাকিব (২৪) বাঁচাতে এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে, অভিযুক্তরা হলেন- মনির হোসেন (৩৮) ,সলিম (৩২), বোরহান (৩১), কবির (৩৩), রুবেল (৩৫), কয়েকজন অজ্ঞাত ব্যক্তি।
আহত সানি গণমাধ্যমকে জানান, হামলার কয়েক ঘন্টা না যেতেই সন্ত্রাসীরা আমার মোবাইলে ফোন করে আজ রাতের মধ্যেই আমি এবং আমার পরিবারের লোকজনকে দেখে নেয়ার হুমকি দেয়। এমতাবস্থায় আমি আমার পরিবার ও পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে শহীদবাগ স্কুলের পেছনে অবস্থিত রিকশার গ্যারেজটির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি গ্যারেজটি দখলে নিতে মরিয়া হয়ে ওঠে স্থানীয় একটি প্রভাবশালী মহল।
অভিযোগ উঠেছে, নিষিদ্ধ সংগঠন শ্রমিক লীগের স্থানীয় নেতা বোরহান উদ্দিন ও তার ভাই সেলিম ওরফে সলিম এর নেতৃত্বে সন্ত্রাসী মনির, কবির, নবী, অলি, নুরুল হকসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন দেশীয় অস্ত্রসহ গ্যারেজে হামলা চালায়। ঘটনার সময় হামলাকারীদের হাতে রামদা, লাঠিসোটা ও অন্যান্য দেশীয় অস্ত্র ছিল। এক পর্যায়ে নীল গেঞ্জি পরিহিত এক ব্যক্তি দৌড়ে এসে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে তার নাম জানা যায় সেলিম ওরফে সলিম।
এই ভয়াবহ দৃশ্যটি আশপাশে থাকা সিসিটিভি ফুটেজে স্পষ্ট ধরা পড়ে। হামলাকারীরা গ্যারেজে ব্যাপক ভাঙচুর চালিয়ে মালিক সানিকে মারধর করে। বাধা দিতে গেলে সানির ছোট ভাই সাকিব-কেও মারধর করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দ্রুত সকল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আলম জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে মনির ও রুবেলকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
Leave a Reply