নিজস্ব প্রতিবেদক: ৩ আগস্ট ২০২৫, (রবিবার) সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে,বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানার মিডিয়া সভাপতি ও ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের প্রয়াত সভাপতি বিশিষ্ট সাংবাদিক সৈয়দ মুহাম্মদ মাসুদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত স্মরণ সভায় মরহুমের সহকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানা জামায়াতের আমীর নাজিম উদ্দিন ইমু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজ, যুব বিভাগের সভাপতি নবির হোসেন মাসূদ, নাজিরহাট পৌরসভা জামায়াতের সভাপতি বায়েজিদ হাসান মূরাদ, সেক্রেটারি শামশুল আরেফিন আরিফ, পাইন্দং ইউনিয়ন জামায়াতের সভাপতি এরসাদুল্লাহসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
স্মরণ সভায় বক্তারা বলেন, “সৈয়দ মুহাম্মদ মাসুদ ছিলেন এক নির্ভীক, সৎ ও আদর্শবান সাংবাদিক। তাঁর নেতৃত্বে ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাব একটি সক্রিয় ও শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছিল। তাঁর শূন্যতা অপূরণীয়।”
আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলী হোসাইন।
Leave a Reply