শাওন আহম্মেদ লেবু: নাগেশ্বরী উপজেলার বামনডাংগা ইউনিয়নে বিভিন্ন সরকারি সেবা পেতে সেবা গ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের তীর সরাসরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, কম্পিউটার অপারেটর ও চৌকিদারের বিরুদ্ধে।
টিসিবি ফ্যামিলি কার্ড একটিভ করার জন্য প্রতি কার্ডধারীর কাছ থেকে ১০০ টাকা এবং জন্ম নিবন্ধনের প্রত্যয়ন নিতে ২০০ টাকা পর্যন্ত আদায় করা হয় বলে স্থানীয়রা জানান। এভাবে দীর্ঘদিন ধরে নিয়ম বহির্ভূতভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে ইউনিয়ন কর্তৃপক্ষ চক্র।
ভুক্তভোগীরা জানান,(বিস্তারিত ভিডিওতে)
এ বিষয়ে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর আব্দুর রশিদের সঙ্গে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলবেন না বলে জানান। বামনডাংগা ইউনিয়ন পরিষদ এর সচিবের সঙ্গে কথা বলতে চাইলে তিনি গরি মসি করার চেষ্টা করলেও পরে বিষয়টি পাশ কাটিয়ে অন্যদিকে নেওয়ার চেষ্টা করেন এবং বলেন চেয়ারম্যান ট্যাক্স বাবদ নিতে বলেছে।এ বিষয়ে বামনডাংগা ইউনিয়নের চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
Leave a Reply