শাহজাহান আলী মনন/নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে হেরোইনসহ কুখ্যাত এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে অভিযানকালে ঘটনাস্থল থেকে আরো দুজন চিহ্নিত মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারী জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (নিঃ) মো. আকতার হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ৫ নম্বর টুপামারী ইউনিয়নের বনবিভাগ এলাকায় অভিযান চালায়।
অভিযানে মাদক ক্রয়-বিক্রয়ের সময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গীয় ফোর্স এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তি মো. আবুল বাশার (৪৪)।
তিনি নীলফামারী শহরের ৫ নং ওয়ার্ডের সওদাগড় পাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে। তার দেহ তল্লাশী করে ডান হাতে ধরা একটি সাদা পলিথিন ব্যাগে মোড়ানো এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
তার দেওয়া তথ্য অনুযায়ী, পলাতক অপর দুই আসামিরা হলো টুপামারী ইউনিয়নের বনবিভাগ এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে মো. সাদ্দাম হোসেন ও তার স্ত্রী মোছা. নাছরিন আক্তার (২৯)।
গ্রেফতার আবুল বাশার পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন ধরে ওই দুই পলাতক আসামির কাছ থেকে নিয়মিত হেরোইন সংগ্রহ করে বিক্রি করে আসছিল।
পরে ডিবি পুলিশের দল ওই পলাতক আসামিদের বাড়িতে অভিযান চালিয়ে শোয়ার ঘরের বালিশের নিচ থেকে আরো দুই গ্রাম হেরোইন (যার বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা), মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫০ টাকা এবং দুটি মোবাইল ফোন (GDL G301 ও benco E12 মডেল) উদ্ধার করে।
জানা গেছে, ধৃত ও পলাতক তিনজনই পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে মোঃ আবুল বাশারের ২টি মাদক মামলা, মোছা. নাছরিন আক্তারের ২টি মাদক মামলা এবং মো. সাদ্দাম হোসেন: ৪টি মাদক মামলা।
জেলা পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান জানিয়েছেন, গ্রেফতার আবুল বাশারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নীলফামারী সদর থানায় মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী এই ধরনের অভিযান চলমান থাকবে।
Leave a Reply