1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

কালীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা

  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৪৮ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার কালীগঞ্জে২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ প্রাপ্ত ১৩২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৬ জুলাই ২০২৫) সকাল ১০টায় নগরী ইউনিয়নের কুচিলাবাড়ি এলাকায় অবস্থিত কালব রিসোর্টে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখা। ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত এই শিক্ষার্থীদের সম্মাননা জানাতে মিলিত হন শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাষ্টার হুমায়ূন কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. এস. এম. আমানুল্লাহ।

স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। ধন্যবাদ জ্ঞাপন করেন কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক হোসেন আরমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মোল্লা। কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সেন্ট মেরিস গার্লস স্কুল অ্যান্ড কলেজের অভসরী ক্লারা গমেজ, বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আক্তার বর্ষা, তুমুলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের আহম্মেদ ওয়ালী রেজা এবং নরুন উচ্চ বিদ্যালয়ের ইসরাত জাহান আখি।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেনুকা ইয়াছমিন এবং বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সাহাবুদ্দিন শিকদার। বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান খান লাভলু।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফি হাবিবুল্লাহ, মোঃ সুলায়মান আলম, খায়রুল হাসান মিন্টু, ফরিদ আহমেদ মৃদা, রফিকুল ইসলাম দর্জি, ভাওয়াল জামালপুর কলেজের পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ ইব্রাহীম প্রধান, সাবেক মেয়র মোঃ লুৎফর রহমান, বিএনপি নেতা মোহাম্মদ মোমতাজ উদ্দিন মাস্টার, মনির উদ্দিন পাঠান মিঠু পাঠানসহ আরও অনেকে। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা ও চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শেষ পর্বে ১৩২ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন প্রধান অতিথি প্রফেসর ড. এ. এস. এম. আমানুল্লাহ এবং এ কে এম ফজলুল হক মিলন।

এই সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার পাশাপাশি শিক্ষার উন্নয়নে রাজনৈতিক ও সামাজিক সংহতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews