নিজস্ব সংবাদদাতাঃ ভারতের কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা সংকটজনক। চারদিন এ্যাপোলো হাসপাতালে ভর্তি থাকার পর পরিবারের সিদ্ধান্তে তাকে ভেন্টিলেশনে থাকা অবস্থাতেই নিউটাউনের বাসায় নিয়ে আসা হচ্ছে বলে আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। তবে তার শারীরিক অবস্থা খুবই সংকটজনক।
ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরেই অসুস্থ। হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার কিছুদিন পর ভারতে পালিয়ে এসে কলকাতার নিউটাউনের একটি বাসায় থাকছিলেন। হৃদরোগসহ বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন তিনি। মাঝে মধ্যেই তিনি বাইপাসের ধারের এ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। কয়েক মাস আগেও একবার হাসপাতালে দুইদিন ভর্তি ছিলেন। তবে কিছুদিন ধরে নিউ টাউনের বাড়িতেই চিকিৎসা চলছিল। গত শুক্রবার বাড়িতে সংজ্ঞাহীন হয়ে পড়লে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করে চিকিৎসা শুরু হয়। তবে চিকিৎসায় সন্তোষজনক? সাড়া দিচ্ছেন না বলে কাদেরের ঘনিষ্ঠ সূত্রে বলা হয়েছে। এর পর থেকে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। সোমবার হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। নতুন করে কোনো চিকিৎসা তিনি নিতে পারছেন না।
Leave a Reply