মোঃ শাহীন আলম/বোচাগঞ্জ সংবাদদাতাঃ বোচাগঞ্জ উপজেলার ২ নং ঈশানিয়া ইউনিয়নের বট বাড়েয়া গ্রামের পরিমল চন্দ্র রায়ের বসতবাড়িতে পুলিশ প্রশাসন পরিচয় দিয়ে রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে ৮ থেকে ১০ জন লোহার পাইপ ও স্টিলের লাঠি হাতে নিয়ে প্রবেশ করে। বাড়িতে প্রবেশ করে পরিমল চন্দ্র রায় কে খোঁজাখুঁজি করে এবং তাকে না পেয়ে পরিমল চন্দ্র রায়ের স্ত্রীর কাছে প্রাণনাশের হুমকি দিয়ে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে পরবর্তীতে ওই পরিবারের সদস্যরা চিৎকার করলে আশেপাশের স্থানীয় লোকজন ছুটে আসে।এবং বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে দুইজনকে আটক করে বাকি সদস্যরা পালিয়ে যায় আটককৃত দুইজনকে পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃত দুইজন এনসিপির রাজনীতির সাথে জড়িত।
রোববার সকালে এ ঘটনাকে কেন্দ্র করে বোচাগঞ্জ থানা একটি মামলা দায়ের করা হয়।
আটককৃতরা হলেন
১|এম তাফসীর হাসান (৩৩)
পিতা মৃত শমসের আলী সাং ধনতলা ।
২|মনজুরুল আলম
পিতা আব্দুল করিম সাং ভরড়া
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান স্থানীয়দের হাতে আটককৃত দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল স্টিলের লাঠি ও লোহার পাইপ সহ ভিডিও রেকর্ডিংয়ের একটি ছোট ক্যামেরা সহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এবং পরবর্তীতে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বার্তা পেরক
মোঃ শাহীন আলম।
মোবাঃ০১৭৬৭০৯১০১২
Leave a Reply