1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে গণধর্ষণ : আটক ২ কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের নবনির্মিত টেবিল টেনিস একাডেমি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন মজুরি বৈষম্যের প্রতিবাদে অস্থায়ী চা শ্রমিকদের সমাবেশ চৌদ্দগ্রামে ৩ পরিবারের সকলকে বেহুশ করে নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট নেত্রকোণা জেলায় ত্রিরত্নের খাদ্য শষ্য লুটপাট মৌলভীবাজার ৭ যুবককে কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালত কুমিল্লায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২৭ মামলার আসামি অবশেষে খোকসা বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে স্পিডব্রেকার স্থাপনার সিদ্ধান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে অচল ক্যাম্পাস, আহত শতাধিক শিক্ষার্থী নতুন সংবিধান রচনার দাবিতে কালীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির উঠান বৈঠক

বিশ্বকাপ বাছাইপর্বে ইতালিকে ৩-০ গোলে হারালো নরওয়ে,দক্ষিণ আমেরিকায় পেরুর সাথে ড্র করে চারে ওঠার সুযোগ হারালো কলম্বিয়া

  • আপডেট টাইম : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ২২৩ বার

 

রাসেল আদিত্য,স্পোর্টস ডেস্ক।।
বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা ও এশিয়া অঞ্চলের খেলা প্রায় শেষের দিকে চলে এলেও ইউরোপ অঞ্চলের খেলা এখনও পুরোদমে শুরুই হয়নি।গত বছরের ইউরো আর চলতি বছর নেশন্স লিগের কারনে এই জটের সৃষ্টি হয়েছে।তবে,আগামীকাল নেশন্স লিগের খেলা শেষ হয়ে গেলে ইউরোপ অঞ্চলের খেলা পুরোদমে মাঠে গড়াবে।

কয়েকটি গ্রুপের খেলা যদিও ইতিমধ্যে দুই বা তিন রাউন্ড করে শেষ হয়েছে।যেমন,গ্রুপ জি,এইচ, আই, জে,কে এবং এল গ্রুপের প্রতিটি দলের কমপক্ষে একটি করে খেলা শেষ হয়েছে।গতরাতে
মোট ছয়টি খেলা অনুষ্ঠিত হয়েছে।তন্মধ্যে সবচেয়ে চমক জাগানিয়া আপসেটের জন্ম দিয়েছে নরওয়ে।বাছাইপর্বে গতকালই প্রথম ম্যাচ খেলতে নামা সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে তাঁরা ৩-০ গোলে হারিয়েছে।

কেবল হারিয়েছে বললে কম বলা হয়।পুরো নব্বই মিনিট ধরে ইতালিয়ানদের খোলস বন্দী করে রাখে নরওয়েজিয়ানরা।প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে ইতালি।খেলার ১৪ মিনিটে আলেসান্দ্রো বাস্তোনির লম্বা পাস ধরে মাঝমাঠ থেকে ইতালির বক্সের বাঁ প্রান্তে থাকা সোরলোথকে পাস বাড়ান আ্যান্তোনিও নুসা।
দূরুহ কোন থেকে চকিত শটে বল জালে জড়িয়ে দেন সোরলোথ।১-০ গোলে এগিয়ে যায় নরওয়ে।

এরপর ৩৪ মিনিটে বিপরীত দৃশ্যের চিত্রায়ন হয়।
এবার সোরলোথের এসিষ্ট থেকে দুই ইতালিয়ান ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন আ্যান্তোনিও নুসা।২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
বিরতির এক মিনিট আগে মার্টিন ওডেগার্ডের পাস থেকে আর্লিং হালান্ড গোল করে ৩-০ লিড নিয়ে বিরতিতে যায়।

বিরতির পর ওডেগার্ডের একটি শট পোষ্ট ঘেঁষে বাইরে গেলে বেঁচে যায় ইতালি।ইতালির একমাত্র সংঘবদ্ধ আক্রমণটি করে তাঁরা ইনজুরি টাইমে।
সেটিও নরওয়ে গোলরক্ষকের নৈপুণ্যে গোল পাওয়া হয়নি তাঁদের।শেষ পর্যন্ত ফিফার তালিকার
৩৮ নম্বরে থাকা দল নয় নম্বরে থাকা দলকে ৩-০ ব্যবধানে হারিয়ে মাঠ ছাড়ে।

বাছাইপর্বে আই গ্রুপে আছে ইতালি,নরওয়ে ছাড়াও এস্তোনিয়া,ইসরায়েল ও মলদোভা।চলুন দেখে নিই একনজরে গতরাতে অনুষ্ঠিত অন্যান্য খেলার ফলাফল –

⚽ নর্থ মেসিডোনিয়া ১ —— ১ বেলজিয়াম।
⚽ চেক রিপাবলিক ২ —– ০ মন্টেনেগ্রো।
⚽ ওয়েলস ৩ ——– ০ লিচেনস্টাইন।
⚽ এস্তোনিয়া ১ —— ৩ ইসরায়েল।
⚽ জিব্রাল্টার ০ —— ৭ ক্রোয়েশিয়া।

** দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফলাফল:-
গতকাল ব্রাজিল ড্র করায় কলম্বিয়ার সামনে সুযোগ এসেছিলো টেবিলের চারে উঠে আসার। অপেক্ষাকৃত দূর্বল পেরুকে হারালেই তাঁরা চারে উঠে আসতো।কিন্তু,নিজেদের মাঠে পেরুর বিপক্ষে গোলশূন্য ড্র করে কলম্বিয়া উল্টো ছয়ে নেমে গেছে।

একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলে,এবং
গোলে ২৪ টি শট নিয়ে যাঁর ৯টি অন টার্গেটে রেখেও কাঙ্ক্ষিত গোলটি পায়নি তাঁরা।বিশেষ করে পেরুর গোলরক্ষক কমপক্ষে তিনটি অতিমানবীয় সেভ করে দলকে এক পয়েন্ট এনে দিতে বিশাল ভূমিকা রাখেন।

এই ড্রয়ের ফলে কলম্বিয়ার পয়েন্ট হলো ২১।সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে উরুগুয়ে পাঁচ নম্বরে আছে।পক্ষান্তরে পেরু ১১ পয়েন্ট নিয়ে সেই নয় নম্বরেই আছে।

দিনের অপর খেলায় ভেনেজুয়েলা ২-০ গোলে হারিয়েছে বলিভিয়াকে।জয়ের ফলে পাওয়া তিন পয়েন্ট নিয়ে ১৮ পয়েন্ট হয়েছে ভেনেজুয়েলার। আছে টেবিলের সাত নম্বরে।

বাংলাদেশ সময় আজ ভোর সকালে অনুষ্ঠিত এই দুই ম্যাচের মাধ্যমে বিশ্বকাপ বাছাইপর্ব দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১৮ রাউন্ডের মধ্যে ১৫ রাউন্ডের খেলা শেষ হলো।আগামী ১১ জুন বাংলাদেশ সময় রাত দুইটা থেকে শুরু হয়ে একইদিনে ১৬ তম রাউন্ডের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে।পাঠকের জন্য থাকলো ঐ পাঁচ ম্যাচের সূচী।

⚽ বলিভিয়া বনাম চিলি (২:০০)
⚽ উরুগুয়ে বনাম ভেনেজুয়েলা (৫:০০)
⚽ আর্জেন্টিনা বনাম কলম্বিয়া (৬:০০)
⚽ ব্রাজিল বনাম প্যারাগুয়ে (৬:৪৫)
⚽ পেরু বনাম ইকুয়েডর (৭:৩০)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews