1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে গণধর্ষণ : আটক ২ কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের নবনির্মিত টেবিল টেনিস একাডেমি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন মজুরি বৈষম্যের প্রতিবাদে অস্থায়ী চা শ্রমিকদের সমাবেশ চৌদ্দগ্রামে ৩ পরিবারের সকলকে বেহুশ করে নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট নেত্রকোণা জেলায় ত্রিরত্নের খাদ্য শষ্য লুটপাট মৌলভীবাজার ৭ যুবককে কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালত কুমিল্লায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২৭ মামলার আসামি অবশেষে খোকসা বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে স্পিডব্রেকার স্থাপনার সিদ্ধান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে অচল ক্যাম্পাস, আহত শতাধিক শিক্ষার্থী নতুন সংবিধান রচনার দাবিতে কালীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির উঠান বৈঠক

আলভারেজের একমাত্র গোলে আর্জেন্টিনা চিলিকে হারালেও ইকুয়েডরের বিপক্ষে ড্র করেছে ব্রাজিল

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ২৫৬ বার

 

রাসেল আদিত্য,স্পোর্টস ডেস্ক।।
বিশ্বকাপ বাছাইপর্বের খেলা সবার আগে শুরু হয়েছিলো দক্ষিণ আমেরিকা অঞ্চলে।মোট ১৮ রাউন্ডের এই বাছাইপর্বের ইতিমধ্যে ১৪ তম রাউন্ডের খেলা শেষ হওয়ার পথে।আগামীকাল কলম্বিয়া বনাম পেরু ও ভেনেজুয়েলা বনাম বলিভিয়া ম্যাচের মাধ্যমে শেষ হবে ১৪ তম রাউন্ডের খেলা।আজ ৬ জুন বাংলাদেশ সময় ভোর সকালে অনুষ্ঠিত নিজ নিজ খেলায় বিপরীত ফলাফল করেছে দুই চির প্রতিদ্বন্ধী আর্জেন্টিনা ও ব্রাজিল।চিলির বিপক্ষে আর্জেন্টিনা জিতলেও ইকুয়েডরের বিপক্ষে ভাগ্যের জোরে গোলশূন্য ড্র করে ফিরেছে ব্রাজিল।

দুনিয়াজুড়ে ছড়িয়ে থাকা ব্রাজিল সমর্থকরা বাছাইপর্বে দলের ম্লান পারফরম্যান্সে যারপরনাই হতাশ।ব্যর্থতার বৃত্ত থেকে যেনো বের হতেই পারছেনা দলটি।যেখানে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও তাঁদের চির প্রতিদ্বন্ধী আর্জেন্টিনা শুরু থেকে দশ দলের এই লড়াইয়ে নিজেদের পয়েন্ট টেবিলের শীর্ষে রেখে ইতিমধ্যে চুড়ান্ত পর্ব নিশ্চিত করে ফেলেছে, সেখানে সেলেসাওরা হাঁটছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।

না,তাঁদের চুড়ান্ত পর্ব অনিশ্চিত হয়ে যায়নি,বরং ভালো সম্ভাবনা এখনো আছে।কেননা শীর্ষ পাঁচ দলের একটি হলেই চুড়ান্ত পর্ব নিশ্চিত।কিন্তু দলটার নামের সাথে এহেন পারফরম্যান্স যায়না বলেই হতাশ সমর্থকরা।

আজ ৬ জুন বাংলাদেশ সময় সকাল পাঁচটায় স্বাগতিক ইকুয়েডরের বিপক্ষে খেলতে নেমে পুরো ম্যাচেই সেলেসাওদের চিনতে হয়েছে তাদের জার্সি দেখে।ইনজুরির কারনে একাদশের নিয়মিত তিন খেলোয়াড় ছাড়া খেলতে নেমে ইকুয়েডরও যে আহামরি পারফর্ম করেছে তা-ও নয়।দুই দলই বিরক্তিকর ফুটবল খেলেছে।

এতোটাই সতর্ক ছিলো দুই দল যে,ম্যাড়ম্যাড়ে প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে প্রথম শটটি
মারে ইকুয়েডর!পাল্টা আক্রমণ থেকে ব্রাজিলও সুযোগ তৈরী করেছিলো,কিন্তু ভালো ভাবেই তা সামলে নেয় ইকুয়েডর ডিফেন্স।

ম্যাচের সেরা সুযোগটা পেয়েছিলো ইকুয়েডর ৭৭ মিনিটে।কিন্তু এস্তাপিনার বুলেট গতির শট জালে ঢোকার মূহুর্তে বামদিকে ঝাঁপিয়ে পড়ে কোনক্রমে কর্নারের বিনিময়ে দলকে গোল হজম থেকে বাঁচিয়ে দেন আ্যালিসন।শেষ দশ মিনিট প্রচন্ড চাপ সৃষ্টি করে স্বাগতিকরা।কিন্তু ঠান্ডা মাথায় সেই চাপকে মোকাবেলা করে ব্রাজিল ডিফেন্স।
এই ড্রয়ের ফলে ২৪ পয়েন্ট নিয়ে ইকুয়েডর দুই ও ২২ পয়েন্ট নিয়ে আপাততঃ চারে আছে ব্রাজিল।
আগামীকাল কলম্বিয়া পেরুর বিপক্ষে জিতে গেলে পাঁচে নেমে যাবে তাঁরা।

চিলি বনাম আর্জেন্টিনা:-
এই অঞ্চলের বাছাইপর্বের এবারের বিষ্ময় চিলি আসরের দশ দলের মধ্যে দশ নম্বরে থাকলেও চুড়ান্ত পর্বে খেলার গাণিতিক সম্ভাবনা টিকে থাকায় মরণ কামড় দিয়ে নেমেছিলো আর্জেন্টিনার বিপক্ষে।খেলার চার মিনিটে গোলও পেয়ে যাচ্ছিলো প্রায়।ইনজুরির কারণে আটটি বাছাইপর্ব ম্যাচ মিস করার পর দলে ফিরে আসা অ্যালেক্সিস সানচেজের নেওয়া শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেন মার্টিনেজ।

গত মার্চে ব্রাজিলকে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের চুড়ান্তপর্বে নিজেদের জায়গা নিশ্চিত করার পর,ম্যানেজার লিওনেল স্কালোনি চিলির বিপক্ষে মেসি ও লাউতারো মার্টিনেজকে বাইরে রেখে একাদশ সাঁজান।নেতৃত্বের আর্মব্যান্ড পড়িয়ে দেন আলভারেজের হাতে।সেই আস্থার প্রতিদান দিতে ১৬ মিনিট সময় নেন তিনি।গতিময় আক্রমন থেকে থিয়াগো আলমাদার বাড়ানো থ্রু পাস থেকে
চিলির আগুয়ান গোলরক্ষকের বাম দিক দিয়ে বুদ্ধিদীপ্ত প্লেসিংয়ে বল জালে জড়িয়ে দেন আলভারেজ।১-০ গোলে এগিয়ে গেলেও স্বাগতিক চিলি খানিক পর পরই কাঁপন ধরিয়ে দিচ্ছিলো আর্জেন্টাইন শিবিরে।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে মেসিকে নামালেও কোন পরিবর্তন আসেনি খেলায়।চিলির আক্রমণগুলোই
বেশি ধারালো ও সংঘবদ্ধ হচ্ছিলো।যদিও পরিসংখ্যান বলছে বলের দখল বেশি ছিলো বিশ্ব চ্যাম্পিয়নদের পায়েই।কিন্তু শট অন টার্গেটে এগিয়ে ছিলো চিলি।

শেষ পর্যন্ত আলভারেজের করা একমাত্র গোলটি অক্ষত রেখে জয়ের ধারাবাহিকতা বজায় রাখার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে মেসিরা।এই জয়ের ফলে ৩৪ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষেই রইলো আর্জেন্টিনা।পক্ষান্তরে,দশ পয়েন্ট নিয়ে দশ নম্বরে থাকা চিলির জন্য এখন প্লে অফ খেলার গাণিতিক সম্ভাবনা বেঁচে আছে।সেক্ষেত্রে পরের তিন ম্যাচেই জিততে হবে তাঁদেরকে।

দিনের আরেক গুরুত্বপূর্ণ খেলায় প্যারাগুয়ের কাছে ০-২ গোলে হেরে গেছে উরুগুয়ে।ভীষণ গুরুত্বপূর্ণ এই তিন পয়েন্ট পেয়ে প্যারাগুয়ে ইকুয়েডরের সমান ২২ পয়েন্ট পেলেও গোলগড়ে তিন নম্বরে অবস্থান করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews