1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীর ডিসি পয়েন্টে পর্যটনের সীমাবদ্ধতা চৌদ্দগ্রামে স্কুল মাঠের পাশের ‘নর্দমা’কে লেক’ এ রূপান্তরের উদ্যোগ নিয়েছে পৌর প্রশাসন সুনামগঞ্জে ‘”তওহীদ ভিত্তিক রাষ্ট্রই শ্রমজীবীর অধিকার প্রতিষ্ঠার একমাত্র সমাধান”’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ হিলি সীমান্তে প্রায় ৭ লাখ টাকার নেশাজাতীয় ইঞ্জেকশন জব্দ আওয়ামীলীগ পালায় না,শেখ হাসিনা পালায় না কোথায় এখন? প্রশ্ন রাখেন মেজর হাফিজ বিশ্বাসযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠান ছাড়া জাতির সামনে বিকল্প কিছু নেই বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর ৫৪ তম শাহাদত বার্ষিকী পালন নাজিরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে পথসভায় সাবেক এমপি ফজলুল হক মিলন: জনগণের পাশে থাকতে চান আবারও

ওয়েষ্ট ইন্ডিজকে ২৩৮ রানে হারিয়ে সিরিজ শুরু ইংলিশদের

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১০৩ বার

রাসেল আদিত্য,স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলতে আসা ক্যারিবিয়দের শুরুটা যাচ্ছেতাই ভাবে হলো।তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ২৩৮ রানের বিশাল ব্যবধানে হেরে শুরু করলো ক্যারিবিয়রা।পক্ষান্তরে ইংলিশদের জন্য অনেক অর্জনের এক ম্যাচ হিসেবে তাঁদের ক্রিকেট ইতিহাসে থেকে যাবে অনন্তকাল ধরে।

বার্মিংহামের এজবাষ্টনে আজ টস জিতে ইংলিশদের ব্যাট করতে পাঠিয়ে নিজেরা ফিল্ডিংয়ে নেমে পড়ে।জেমি স্মিথ ও বেন ডাকেট ইনিংসের শুরু করতে এসে ৪২ বলে ৬৪ রানের জুটি গড়ে তোলেন।সপ্তম ওভারের শেষ বলে স্মিথ আলজেরি জোসেফকে উড়িয়ে মারতে গিয়ে কিংয়ের তালুবন্দী হলে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড।

তিনে নামা জো রুটকে নিয়ে ডাকেট দ্বিতীয় উইকেট জুটিতে ৭৩ বলে ৭৩ রান তুলে বেন ডাকেট জাস্টিন গ্রেভসের বলে রোষ্টন চেজের ক্যাচ হয়ে ফিরে যান।বিশতম ওভারের প্রথম বলে দলীয় ১৩৭ রানের মাথায় ৪৮ বলে ৬০ রান করে ফিরে যান ডাকেট।

চার নম্বরে ব্যাট করতে আসেন ইংল্যান্ড ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে অভিষেক হওয়া হ্যারি ব্রুক।তৃতীয় উইকেট জুটিতে ৫১ রান করে ২৭ তম ওভারের শেষ বলে জায়ডেন সিলসের প্রথম শিকার হয়ে ব্যক্তিগত ৫৭ রান করে ফিরে যান জো রুট।রুটকেও আউট করেন সিলস।৩১ নম্বর ওভারের শেষ বলে আবারও সাফল্য পান জাইডেন সিলস।ইংলিশ কাপ্তানকে ফেরান তিনি।
৪৫ বলে ৫৮ রান করে ফিরে যান ব্রুক।

এরপর উইকেটে এসে ম্যাচের নান্দনিক ইনিংসটি খেলেন জ্যাকব বেথেল।জস বাটলারকে নিয়ে ৬৬ রানের জুটি গড়েন তিনি।দলীয় ২৮৭ রানে সিলসের শিকার হয়ে ফিরে যান বাটলার।৩৭ রান করে আউট হন তিনি।বাটলার ফেরার পরই ইংলিশদের সেরা জুটিটা গড়ে তোলেন জ্যাকব বেথেল ও উইল জ্যাকস।

ষষ্ঠ উইকেটে দুজন মিলে ৯৮ রান তোলেন রীতিমতো ঝড়ের গতিতে।মাত্র ৪৩ বলে ৯৮ রানের জুটি গড়েন দুজন।৪৮ তম ওভারের তৃতীয় বলে উইল জ্যাকস আউট হয়ে গেলে জুটি ভাঙে।২৪ বলে ৩৯ রান করে আউট হন জ্যাকস।ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে আউট হয়ে যান বেথেল।৫৩ বলে আটটি চার ও পাঁচ ছক্কায় ব্যক্তিগত ৮২ রান করে সেই সিলসের শিকার হয়ে ফিরেন তিনি।৫০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় আট উইকেটে ঠিক ৪০০!জেইডেন সিলস চার উইকেট নেন ৮৪ রান খরচায়।

৪০১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে সাকিব মাহমুদ ও জেমি ওভারটনের তোপের মুখে দিশেহারা হয়ে যায় ক্যারিবিয় ব্যাটিং লাইনআপ।দুজনের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ১০২ রানে আট উইকেট হারিয়ে বসে।এগারো নম্বরে ব্যাট করতে নেমে জেইডেন সিলস ১৪ বলে অপরাজিত ২৯ রানের দল সর্বোচ্চ ইনিংস খেলে বড় লজ্জার হাত থেকে বাঁচিয়ে দেন দলকে।

২৭ নম্বর ওভারের দ্বিতীয় বলে আলজেরি জোসেফ আউট হয়ে গেলে সাকল্যে ১৬২ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ।২৩৮ রানের ব্যবধামে জিতে যায় স্বাগতিকরা।ওভারটন ২২ রানে ও সাকিব মাহমুদ ৩২ রানে তিনটি করে উইকেট নেন।বল হাতেও একটি উইকেট নিয়ে জ্যাকব বেথেল প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার পান।

** ম্যাচে যাকিছু রেকর্ড:-
* ইংলিশরা আজ ৪০০ ছুঁয়ে দুটি অনন্য কীর্তি গড়ে ফেলল।তাঁরাই যে প্রথম দল,যাঁরা সেঞ্চুরি ছাড়াই ওয়ানডে সবচেয়ে বেশি রান করলো।সেন্চুরি ছাড়াই ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করার এর আগের রেকর্ডটা ছিল দক্ষিণ আফ্রিকার। ২০০৭ সালে সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ৩৯২ রান করেছিলো তাঁরা। সেই ম্যাচে প্রোটিয়াদের কোনো ব্যাটসম্যান তিন অঙ্কের দেখা পাননি।

* এছাড়া আজ আরও একটি বিরল রেকর্ড গড়েছে ইংলিশরা।তাঁদের প্রথম সাত ব্যাটসম্যানের প্রত্যেকে কমপক্ষে ৩০ রান করেছেন।ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছর ও ৪৮৮০ ম্যাচের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল।

* নিজেদের ওয়ানডে ইতিহাসে ২৩৮ রানের দ্বিতীয় সর্বোচ্চ জয় পেয়েছে ইংলিশরা এই ম্যাচে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা সর্বোচ্চ ২৪২ রানে জিতেছিল ২০১৮ সালে।

* ওয়ানডে ইতিহাসে এটি ২৮তম দলীয় ৪০০ রানের ঘটনা।ওয়ানডেতে সবচেয়ে বেশি দলীয় ৪০০ রান করার তালিকায় শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা (৮ বার),এরপর ভারত (৭ বার),তিন নম্বরে আছে ইংল্যান্ড (৬ বার),এছাড়া নিউজিল্যান্ড,অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা দলীয় ৪শত রান করেছে ২ বার করে,আর জিম্বাবুয়ে একবার ৪শত রান করার কৃতিত্ব দেখিয়েছে।

বার্মিংহামে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো ইংল্যান্ড।আগামী ১ জুন সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews