কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ কুষ্টিয়ার কুমারখালীতে ৫ বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৭২ বছর বয়সী বৃদ্ধকে আটক করেছেন থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এবং ওই রাতেই অভিযুক্তকে এলঙ্গীপাড়া তার বাড়ি থেকে আটক করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
অভিযুক্ত ব্যাক্তি নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গিপাড়া গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে নুজদার (৭২)।
জানা যায়, ভুক্তভোগী শিশু মঙ্গলবার দুপুরে পার্শ্ববর্তী নুজদার নামক ব্যক্তির দোকানে আইসক্রিম কিনতে গিয়ে নিদিষ্ট সময়ে বাড়িতে ফিরে না আসলে শিশুটির মা তাকে খুঁজতে গিয়ে কান্নারত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে শিশুটি তাকে জানায় নুজদারের দোকানে আইসক্রিম কিনতে গেলে নুজদার তাকে দোকানের ভিতর ডেকে নিয়ে তাকে চকোলেটের লোভ দেখিয়ে যৌন নিপিড়ন করেন। ঘটনা জানার পর শিশুটির অভিভাবক কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। এবং মঙ্গলবার রাতে শিশুটির মা কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ জানান, যৌন নিপীড়নের ঘটনায় রাতেই বৃদ্ধকে আটক করা হয় এবং বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply